South Dinajpur News : স্নান করতে নেমেছিল মাধ্যমিক পরীক্ষার্থী, এক লহমায় সব শেষ! শুনলে পায়ের নীচের মাটি সরে যাবে
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
South Dinajpur News : পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।
দক্ষিণ দিনাজপুর: স্নান করতে নেমে পুনর্ভবা নদীতে তলিয়ে গেল এক কিশোর। মৃত কিশোরের নাম গোবিন্দ দাস। বয়স প্রায় ১৫ বছর। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার সুকদেবপুর দাসপাড়ায়। দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে আনা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ সময় ধরে কিশোর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করে। খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে গঙ্গারামপুর থানায় খবর দেয় পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গঙ্গারামপুর থানার পুলিশ। এরপরেই নিখোঁজ কিশোরের সন্ধানে নদীতে স্পিডবোট নামিয়ে তল্লাশি অভিযান শুরু করে গঙ্গারামপুর পুরসভা। কিন্তু তারপরেও কোন খোঁজ মেলেনি ৷ অবশেষে এদিন ভোর পাঁচটা নাগাদ পাঠানপাড়া এলাকায় তার দেহ উদ্ধার হয়৷
advertisement
advertisement
এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 08, 2023 2:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News : স্নান করতে নেমেছিল মাধ্যমিক পরীক্ষার্থী, এক লহমায় সব শেষ! শুনলে পায়ের নীচের মাটি সরে যাবে










