একটা সময় ফরাসি উদ্ভাসিত এলাকা ছিল চন্দননগর। তৎকালীন ফরাসি গভর্নর মঁশিয়ে ডুপ্লেক্সের বাড়ি বর্তমানে চন্দননগর মিউজিয়াম। ফরাসি আমলের সমস্ত আসবাবপত্র থেকে স্বাধীনতা সংগ্রামের চন্দননগরের ভূমিকা বিপ্লবী কার্যকলাপ এই সবকিছুই সংরক্ষিত রয়েছে মিউজিয়ামের অন্দরে। মিউজিয়ামের বিল্ডিংটিও ফরাসি আমলে তৈরি। বহু বহু পর্যটক তারা দেখতে আসেন প্রাচীন এই ঐতিহ্যকে।
আরও পড়ুন: অনলাইনে এই ব্যবসা শুরু করে সহজেই মোটা টাকা আয় করতে পারবেন !
advertisement
তবে মিউজিয়াম দেখতে এসে বিপদের শিকার হওয়ার আশঙ্কা ক্রমেই বেড়ে চলেছে। এমনই ঘটনার সাক্ষী মঙ্গলবারের বিকাল। বিদেশী পর্যটকদের একটি দল তখন মিউজিয়ামের মধ্যে ঘুরে দেখছেন ফরাসী স্থাপত্য। ঠিক সেই সময় ফরাসী আমলের মিউজিয়ামের আসবাবের উপর হঠাৎই সিলিং-এর চাঙড় খসে পড়ে। কেউ আহত হননি তবে আহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
আরও পড়ুন: বিয়ে বাড়িতে দলে দলে এরা কারা ঢুকছে? এমন অতিথি আগে দেখেননি! বিয়ের ভিডিও তুমুল ভাইরাল
এই বিষয়ে ফ্রেঞ্চ মিউজিয়ামের ডিরেক্টর বাসবি পাল বলেন, এটা খুবই দুশ্চিন্তা।মাঝখানেক আগে একবার সিলিং খসে পড়েছিল। তখন মিউজিয়ামের কর্মীরা অল্পের জন্য রক্ষা পেয়েছিল। বেশ কিছুদিন ধরেই মিউজিয়ামের দেওয়াল ছাদের অবস্থা খারাপ। মিউজিয়াম রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। দ্রুত সংস্কার না করলে বড় দুর্ঘটনা হতে পারে। মাঝে একবার এই ঘটনার পর সাধারণের জন্য বন্ধ রাখা হয়েছিল মিউজিয়ামের গেট। যারা গবেষণা করে পুরনো বিষয় নিয়ে পড়াশোনা করে বা ফরাসিদের চন্দননগরের উপনিবেশ ছিল সে বিষয়ে জানতে চায় তাদের কাছে খুবই আগ্রহের এই মিউজিয়াম। সেদিকে নজর না দিলে আরও বড় বিপদ হতে পারে।
রাহী হালদার





