TRENDING:

Hooghly News: হুগলির স্কুলের মাঠে মাটি খুঁড়তেই এ কী মিলল! কীসের মূর্তি ওটা! ছুটল ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অফিসাররা, চমকে উঠবেন শুনে

Last Updated:

Hooghly News: মাটির স্তুপ থেকেই স্কুলের নবম শ্রেণীর দুই ছাত্রী খুঁজে পায় এই বহুমূল্য প্রাচীন গুপ্তযুগের বিষ্ণু মূর্তিটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: স্কুলের সাইকেল স্ট্যান্ড বানাতে গিয়ে গুপ্তযুগের বিষ্ণু মূর্তি উদ্ধার! বেলে পাথরের তৈরি ওই বিষ্ণু মূর্তি যে বহুমূল্য তা ইতিমধ্যেই জানিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ঘটনাটি ব্যান্ডেল বিক্রমনগর হরনাথ নীরদা সুদন্দী ঘোষ উচ্চ বিদ্যালয়ের। গত ১৭ জানুয়ারী স্কুলের ভিতর সাইকেল স্ট্যান্ড বানানোর জন্য মাটি খোঁড়া হয়। সেই মাটি এক মাঠের কোণে জড়ো করা ছিল। সেই মাটির স্তুপ থেকেই স্কুলের নবম শ্রেণীর দুই ছাত্রী খুঁজে পায় এই বহুমূল্য প্রাচীন গুপ্তযুগের বিষ্ণু মূর্তিটি।
advertisement

স্কুলের প্রধান শিক্ষক সৈকত দাস বলেন, ”একটা ঐতিহাসিক নিদর্শন আমাদের স্কুল থেকে উদ্ধার হয়েছে। স্কুলের ইতিহাসের শিক্ষক বিশ্বরূপ দে পুরাতত্ত্ব নিয়ে চর্চা করেন। তিনি গুগল ঘেঁটে দেখেন এই মূর্তি গুপ্ত যুগের হতে পারে। তার কথা মতো আমরা ভারতীয় পুরাতাত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করি, ছবি পাঠাই। তারা দেখে জানান, এর ঐতিহাসিক মূল্য অনেক। খুব গোপনীয়তার সঙ্গে একে রক্ষা করতে হবে।”

advertisement

আরও পড়ুন: সঞ্জয়ের আজীবন কারাবাস, সুপ্রিম কোর্টে আরজি কর মামলা উঠতেই যা বললেন প্রধান বিচারপতি! নজরে ‘২৯’

স্কুল কর্তৃপক্ষ মূর্তি স্কুল বাড়িতে রাখার ঝুঁকি নিতে পারেননি। এর আগে দু দুবার স্কুলে চুরি হওয়ায়, মূর্তি রাখা হয় সেফ ভল্টে। বুধবার ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের কলকাতা দফতর থেকে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট আর্কিওলজি (কলকাতা সর্কেল) ডঃ সঞ্জয় পন্ডা ও প্রদীপ কর হরনাথ স্কুলে আসেন।

advertisement

View More

মূর্তি খুঁটিয়ে পরীক্ষা করার পাশাপাশি যে জায়গা থেকে মূর্তি উদ্ধার হয়েছে সেই জায়গাও ঘুরে দেখেন। আর্কিওলজিস্ট বলেন, এটা প্রায় হাজার বছর আগের মূর্তি হতে পারে। দাঁড়িয়ে থাকা একটি বিষ্ণুর মূর্তি। এক সময় গঙ্গার গতিপথ এই এলাকা দিয়ে ছিল। এরকম অনেক মূর্তি ২৪ পরগনাতে পাওয়া গিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
সঙ্গীর অ্যাডভেঞ্চার পছন্দ? ডিসেম্বরেই ঢুঁ মারুন সুতানের নির্জন জঙ্গলে, রইল ঠিকানা
আরও দেখুন

এই মূর্তি নিয়ে গিয়ে মিলিয়ে দেখা হবে। গবেষণা করা হবে। তারপর মূর্তির সময়কাল জানা যাবে। স্কুলের ভিতর থেকে এই ধরনের একটি ঐতিহাসিক নির্দশন উদ্ধারে উচ্ছসিত পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: হুগলির স্কুলের মাঠে মাটি খুঁড়তেই এ কী মিলল! কীসের মূর্তি ওটা! ছুটল ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অফিসাররা, চমকে উঠবেন শুনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল