RG Kar Case: সঞ্জয়ের আজীবন কারাবাস, সুপ্রিম কোর্টে আরজি কর মামলা উঠতেই যা বললেন প্রধান বিচারপতি! নজরে '২৯'
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
RG Kar Case: বুধবার দ্বিতীয়ার্ধে মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই শুনানি হয়নি। এই মামলায় ফের সব পক্ষকে নোটিশ পাঠাতে নির্দেশ দিয়েছেন ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।
advertisement
advertisement
advertisement
advertisement
বুধবার শুনানির ক্রমতালিকায় ৪২ নম্বরে ছিল আরজি কর মামলা। আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। এদিন নির্যাতিতার আইনজীবী করুণা নন্দী বিচারপতিদের বলেন, শিয়ালদহ আদালতের রায়ের পর এই মামলার দ্রুত শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই এই মামলার আজই শুনানি হোক।
advertisement
জবাবে প্রধান বিচারপতি বলেন, বেলা ২টোর মধ্যে সমস্ত পক্ষ আদালতে হাজির থাকলে তবেই মামলার শুনানি সম্ভব। বেলা ২টোয় আদালতের কাজ শুরু হলে প্রধান বিচারপতি বলেন, এই মামলা সংক্রান্ত ৩টি আবেদন আদালতে জমা পড়েছে। এ ব্যাপারে সব পক্ষকে নোটিশ পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী শুনানি ২৯ জানুয়ারি ফের শুনানি হবে এই মামলায়।