আরামবাগের বাতানলের বাসিন্দা সরিফুল মণ্ডল ও রেহেনা খাতুনের ৫ বছর পর প্রথম সন্তান হয়েছে সাতদিন আগে। পেশার কাঠমিস্ত্রি সরিফুলের পরিবারে এই প্রথম কন্যা সন্তান হল। সেই খুশিতে আত্মহারা পরিবারের সদস্যরা। তাই গাড়ি বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে আরামবাগ মেডিক্যাল কলেজ থেকে মেয়েকে ঘরে তুললেন বাতানলের ওই দম্পতি। মেয়ের নাম দিয়েছেন সরিফা।
advertisement
আরও পড়ুন-পাটায়ার যৌনপল্লিতে অমিতাভ! কাটালেন প্রায় ৩ ঘণ্টা, সেই রাতে কী করেছিলেন বিগ-বি? জানলে ঘুম উড়বে
এমন অনেক পরিবার আছে, যেখানে মেয়ে জন্মালে মাকে খোঁটা শুনতে হয়। সদ্যোজাত কন্যাসন্তানকে হাসপাতালে ফেলে পালানোর ঘটনাও ঘটে। কন্যাসন্তান বিক্রি করে দেওয়ার অভিযোগ প্রায়ই শোনা যায়।! যদিও বাতানলের সরিফুল মেয়েকে ঘরের সম্পদ মনে করেন। তাই তো গাড়ি সাজিয়ে সদ্যোজাত মেয়েকে বাড়ি নিয়ে গেলেন তিনি।
আরও পড়ুন-বিরাট দুঃসংবাদ! প্রয়াত স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী, শোকে কাতর বিনোদন দুনিয়া
এই বিষয়ে সদ্যোজাতর বাবা শরিফুল মণ্ডল বলেন, তার মেয়ে তার কাছে সম্পদ। তাই মেয়েকে রক্ষা করা এবং তাকে ভাল করে মানুষ করা তার কর্তব্য। বাড়িতে কন্যা সন্তান হয়েছে শুনে আনন্দে আত্মহারা হয়েছে পরিবারের প্রত্যেকটি মানুষ। তাই তিনি গাড়ি সাজিয়ে নিয়ে এসেছেন মেয়েকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। এখনও পর্যন্ত সমাজে দাঁড়িয়ে যারা ছেলে-মেয়ের বাদ বিচার করেন তারা এখনও পিছিয়ে রয়েছেন। ছেলে কিংবা মেয়ে সকলেই সমান। আর মেয়েরা হলেন বাবার বেশি প্রিয়। তাই মেয়ে হওয়ার আনন্দে খুশিতে আত্মহারা তিনি।
রাহী হালদার





