TRENDING:

Hooghly News: কন্যা সন্তান হওয়ার আনন্দে যা করল পরিবার...! জানলে চোখে জল আসবে

Last Updated:

Hooghly News: বর্তমান সময়ে প্রায়শই দেখা যায় কন্যা সন্তান হওয়ার জন্য বিভিন্ন নির্যাতনের শিকার হতে পরিবারকে। মেয়েদের সুরক্ষা দেওয়ার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য কেন্দ্র সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বর্তমান সময়ে প্রায়শই দেখা যায় কন্যা সন্তান হওয়ার জন্য বিভিন্ন নির্যাতনের শিকার হতে পরিবারকে। মেয়েদের সুরক্ষা দেওয়ার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য কেন্দ্র সরকার। তারপরেও বিভিন্ন ক্ষেত্রে উঠে আসে নারী নির্যাতন কন্যা ভ্রুণ হত্যার মতোন নারকীয় ঘটনার খবর। তবে এসবের থেকে একদম বিপরীত ছবি ধরা পরল আরামবাগ মহাকুমা হাসপাতালে। সেখানে কন্যা সন্তান জন্মানোর খুশিতে একেবারে গাড়ি সাজিয়ে বাচ্চাও মাকে নিতে এলেন পরিবারের লোকজন।
advertisement

আরামবাগের বাতানলের বাসিন্দা সরিফুল মণ্ডল ও রেহেনা খাতুনের ৫ বছর পর প্রথম সন্তান হয়েছে সাতদিন আগে। পেশার কাঠমিস্ত্রি সরিফুলের পরিবারে এই প্রথম কন্যা সন্তান হল। সেই খুশিতে আত্মহারা পরিবারের সদস্যরা। তাই গাড়ি বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে আরামবাগ মেডিক্যাল কলেজ থেকে মেয়েকে ঘরে তুললেন বাতানলের ওই দম্পতি। মেয়ের নাম দিয়েছেন সরিফা।

advertisement

আরও পড়ুন-পাটায়ার যৌনপল্লিতে অমিতাভ! কাটালেন প্রায় ৩ ঘণ্টা, সেই রাতে কী করেছিলেন বিগ-বি? জানলে ঘুম উড়বে

এমন অনেক পরিবার আছে, যেখানে মেয়ে জন্মালে মাকে খোঁটা শুনতে হয়। সদ্যোজাত কন্যাসন্তানকে হাসপাতালে ফেলে পালানোর ঘটনাও ঘটে। কন্যাসন্তান বিক্রি করে দেওয়ার অভিযোগ প্রায়ই শোনা যায়।! যদিও বাতানলের সরিফুল মেয়েকে ঘরের সম্পদ মনে করেন। তাই তো গাড়ি সাজিয়ে সদ্যোজাত মেয়েকে বাড়ি নিয়ে গেলেন তিনি।

advertisement

View More

আরও পড়ুন-বিরাট দুঃসংবাদ! প্রয়াত স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী, শোকে কাতর বিনোদন দুনিয়া

এই বিষয়ে সদ্যোজাতর বাবা শরিফুল মণ্ডল বলেন, তার মেয়ে তার কাছে সম্পদ। তাই মেয়েকে রক্ষা করা এবং তাকে ভাল করে মানুষ করা তার কর্তব্য। বাড়িতে কন্যা সন্তান হয়েছে শুনে আনন্দে আত্মহারা হয়েছে পরিবারের প্রত্যেকটি মানুষ। তাই তিনি গাড়ি সাজিয়ে নিয়ে এসেছেন মেয়েকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। এখনও পর্যন্ত সমাজে দাঁড়িয়ে যারা ছেলে-মেয়ের বাদ বিচার করেন তারা এখনও পিছিয়ে রয়েছেন। ছেলে কিংবা মেয়ে সকলেই সমান। আর মেয়েরা হলেন বাবার বেশি প্রিয়। তাই মেয়ে হওয়ার আনন্দে খুশিতে আত্মহারা তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সিনেমা নয়, সত্যি...! সীমান্তের ওপার থেকে ছেলেকে চিনে 'ভিডিও কলে' কেঁদে ফেললেন মা
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: কন্যা সন্তান হওয়ার আনন্দে যা করল পরিবার...! জানলে চোখে জল আসবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল