Amitabh Bachchan: পাটায়ার যৌনপল্লিতে অমিতাভ! কাটালেন প্রায় ৩ ঘণ্টা, সেই রাতে কী করেছিলেন বিগ-বি? জানলে ঘুম উড়বে

Last Updated:
Amitabh Bachchan: একাধিক ক্লাব থেকে পানশালা রয়েছে ব্যাঙ্ককে৷ এমনই এক যৌনপল্লিতে হাজির হন অমিতাভ বচ্চন৷ সাধারণ মানুষের মতোন তিনিও হাজির হন ব্যাঙ্ককের যৌনপল্লিতে৷
1/6
যৌনপল্লি নামটা শুনলেই যেন মনের মধ্যে নানা কিছু ঘোরাফেরা করে৷ তেমনই ব্যাঙ্ককের যৌনপল্লি হল অন্যান্য যৌনপল্লির থেকে ভিন্ন৷ প্রতি বছর হাজার হাজার পর্যটক সেখানে যান৷
যৌনপল্লি নামটা শুনলেই যেন মনের মধ্যে নানা কিছু ঘোরাফেরা করে৷ তেমনই ব্যাঙ্ককের যৌনপল্লি হল অন্যান্য যৌনপল্লির থেকে ভিন্ন৷ প্রতি বছর হাজার হাজার পর্যটক সেখানে যান৷
advertisement
2/6
একাধিক ক্লাব থেকে পানশালা রয়েছে ব্যাঙ্ককে৷ এমনই এক যৌনপল্লিতে হাজির হন অমিতাভ বচ্চন৷ তাঁকে চেনেন না এমন মানুষের সংখ্যা প্রায় হাতে গোনা৷ তবে সাধারণ মানুষের মতোন তিনিও হাজির হন ব্যাঙ্ককের যৌনপল্লিতে৷ সেই ঘটনার কথাই ফাঁস করলেন পরিচালক অপূর্ব লাখিয়া৷
একাধিক ক্লাব থেকে পানশালা রয়েছে ব্যাঙ্ককে৷ এমনই এক যৌনপল্লিতে হাজির হন অমিতাভ বচ্চন৷ তাঁকে চেনেন না এমন মানুষের সংখ্যা প্রায় হাতে গোনা৷ তবে সাধারণ মানুষের মতোন তিনিও হাজির হন ব্যাঙ্ককের যৌনপল্লিতে৷ সেই ঘটনার কথাই ফাঁস করলেন পরিচালক অপূর্ব লাখিয়া৷
advertisement
3/6
সালটা ২০০৫৷ বছর ২০ আগে এক আজনবি-র ছবির শ্যুটিংয়ের সময় ঘটনাটি ঘটে৷ রাত হলেই ঘুম আসত না অমিতাভের৷ তাই প্রতিদিনই কোনও না কোনও সিনেমা দেখতেন৷ এক রাতে ব্যাঙ্কক ঘুরে দেখার ইচ্ছের কথা পরিচালককে জানান অমিতাভ৷
সালটা ২০০৫৷ বছর ২০ আগে এক আজনবি-র ছবির শ্যুটিংয়ের সময় ঘটনাটি ঘটে৷ রাত হলেই ঘুম আসত না অমিতাভের৷ তাই প্রতিদিনই কোনও না কোনও সিনেমা দেখতেন৷ এক রাতে ব্যাঙ্কক ঘুরে দেখার ইচ্ছের কথা পরিচালককে জানান অমিতাভ৷
advertisement
4/6
অমিতাভের মুখ থেকে কথাটা শুনেই পরিচালক অপূর্ব অমিতাভকে নিয়ে পাটায়ার নিষিদ্ধ পল্লীতে যান৷ তবে মনে একটা ভয়ও কাজ করছিল পরিচালকের৷ এমন ক্লাবে ভারতীয়রা অমিতাভকে দেখতে পেলে কী হবে? তবে মনের জোর বাড়ান স্বয়ং বিগ বি৷
অমিতাভের মুখ থেকে কথাটা শুনেই পরিচালক অপূর্ব অমিতাভকে নিয়ে পাটায়ার নিষিদ্ধ পল্লীতে যান৷ তবে মনে একটা ভয়ও কাজ করছিল পরিচালকের৷ এমন ক্লাবে ভারতীয়রা অমিতাভকে দেখতে পেলে কী হবে? তবে মনের জোর বাড়ান স্বয়ং বিগ বি৷
advertisement
5/6
শ্যুটিংয়ের বোতাম খোলা শার্টে ও ধুতি পরে একটু অন্য স্টাইলে ক্লাবে ঢোকেন অমিতাভ৷ এর আগে নাকি এমন কোনও পানশালায় যাননি অমিতাভ৷ তারপর নানা ধরনের অনুষ্ঠান দেখেন তারা৷
শ্যুটিংয়ের বোতাম খোলা শার্টে ও ধুতি পরে একটু অন্য স্টাইলে ক্লাবে ঢোকেন অমিতাভ৷ এর আগে নাকি এমন কোনও পানশালায় যাননি অমিতাভ৷ তারপর নানা ধরনের অনুষ্ঠান দেখেন তারা৷
advertisement
6/6
প্রায় আড়াই ঘন্টা সেখানে কাটানোর পর অমিতাভ বলেন, এক কথায় অসাধারণ৷ রাত তিনটের সময় হোঁটেলে ফিরে ফের ভোর পাঁচটার সময় কলটাইমে সেটে হাজির হন অমিতাভ বচ্চন৷
প্রায় আড়াই ঘন্টা সেখানে কাটানোর পর অমিতাভ বলেন, এক কথায় অসাধারণ৷ রাত তিনটের সময় হোঁটেলে ফিরে ফের ভোর পাঁচটার সময় কলটাইমে সেটে হাজির হন অমিতাভ বচ্চন৷
advertisement
advertisement
advertisement