তড়িঘড়ি ওয়ার্ড থেকে সমস্ত রোগীকে বার করে নিয়ে যাওয়া হয় । হাসপাতালের অতিরিক্ত সুপার খবর দেন দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। তত ক্ষণে হাসপাতালে থাকা অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলে হাসপাতালের কর্মীরা। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
হুগলি দমকল কেন্দ্রের স্টেশন অফিসার দেবাশীষ বিশ্বাস বলেন, ” বাজ পড়ে হাসপাতালের ওয়ার্ডের অক্সিজেন ও বিদ্যুতের লাইনে আগুন লেগে যায়।তড়িঘড়ি হাসপাতালে থাকা অগ্নি নির্বাপন ব্যবস্থা কাজে লাগিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির বিষয়ে খতিয়ে দেখছেন তথ্য দফতরের সদস্যরা।”
advertisement
হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল বলেন,”হাসপাতালে ফিমেল ওয়ার্ডের খুব কাছে বাজ পড়ে। অক্সিজেনের পাইপ লাইন ও বিদ্যুতের লাইনে আগুন ধরে যায়। হাসপাতালে কর্মীরা তড়িঘড়ি আগুন নেভায়। হাসপাতালের ইলেকট্রিশিয়ান, টেকনিক্যাল টিম অক্সিজেন ও বিদ্যুতের লাইন মেরামতির কাজ করছে। সে সময় যাঁরা ওই ওয়ার্ডে ভর্তি ছিলেন, তাঁদের অন্যত্র সরানো হয়েছে।”
ঘটনার সময় ফিমেল ওয়ার্ডে ছিলেন মহামায়া কুন্ডু। তিনি পেশায় আয়া। তিনি বলেন, ” বাজ পড়ার পর বিকট শব্দ হল, তার পরেই আগুন ধরে যায় । আমি বিদ্যুতের মূল সুইচ বন্ধ করার জন্য চেঁচিয়ে সবাইকে ডাকি। নীচের তলা থেকে সবাই ছুটে আসে। আগুন নেভানো হয়। সময়মতো সব পদক্ষেপ না করা হলে বড় বিপদ হতে পারত।”







