দুদিন পর বড় দিন সেই সেজে উঠছে ব্যান্ডেল চার্চ। প্রতি বছরই বড় দিনের মেলা বসে ব্যান্ডেল চার্চের সামনে। ছোটোদের খেলনা, ইমিটেশান,চশমা, মনোহারির দোকানের পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান গতকাল রাত একটা দশ নাগাদ ওই এলাকায় আগুন লাগে।
আরও পড়ুন: আজ থেকে বিরাট ‘কাজে’ নামছে তৃণমূল! ৪৫ দিনেই ঘুরে যাবে খেলা? বড় পরিকল্পনা
advertisement
স্থানীয় কালিতলা জেলেপারার বাসিন্দারা জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে আসে দমকলের একটি ইঞ্জিন। চুঁচুড়া থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। শুক্রবার সকালে চুঁচুড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা রাজবংশি মন্ডল, চার নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পাল ঘটনাস্থলে যান।
আরও পড়ুন: আরও একটা পুলওয়ামা করার চেষ্টা? কাশ্মীরে শহিদ ৫ জওয়ান, এখনও চলছে গুলির লড়াই
অনিন্দিতা জানান, প্রতি বছর বড়দিন উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগম হয় ব্যান্ডেল চার্চে।মেলা বসে।বেচাকেনা ভালোই হয়।ঋণ নিয়ে দোকান সাজান বিক্রেতারা।সেই দোকান পুরে ছাই হয়ে গেছে।কি করি আগুন লাগল তা বোঝা যাচ্ছে না।২৩ তারিখ সিসি ক্যামেরা বসানোর কথা তার আগেই এই আগুন।নিছক দূর্ঘটনা নাকি নাশকতা তা তদন্ত করুক পুলিশ।তবে আগুনে বিরাট ক্ষতি হয়ে গেলস্বপন নাথ,জিতেন কর্মকার,ভূবন শিকারী,সুকুমার মন্ডল,দেবু মন্ডলদের মত দোকানদারদের।
—- রাহী হালদার