কয়েকদিন আগে হাওড়ায় বিদ্যাসাগর সেতুতে চিনা সুতোয় জখম হন এক বাইক চালক। এবার শ্রীরামপুর রেল ওভার ব্রিজে চিনা সুতোয় নাক কাটল এক বাইক চালকের। এর আগে ঘুড়ির ওড়ানোর চিনা সুতোর মরণ ফাঁদে পড়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। কোন্নগর নবগ্রামের বাসিন্দা স্বাগত মজুমদার কাজে থেকে বাড়ি ফেরার সময় এক সন্ধায় শ্রীরামপুর স্টেশনের সামনে রেল ওভার ব্রিজ দিয়ে বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পরেন।চিনা সুতো জড়িয়ে তার নাকে চোখে আঘাত লাগে।নাক কেটে ঝরঝর করে রক্ত পড়তে থাকে। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসা হয় তার। দুটি সেলাই পরে নাকে।
advertisement
আরও পড়ুন:
আরও পড়ুন: খালি পেটে দু’কোয়া রসুন চিবিয়ে খান! সঙ্গে এক গ্লাস উষ্ণ গরম জল! উপকার জানলে চমকে যাবেন
স্বাগত বলেন, ব্রীজের উপর চিনা সুতো কেটে পড়ে ছিল। আমি বাইক চালিয়ে অফিস থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ একটি সুতো আমার নাকের উপরে আটকে যায়।খুব গভীর ভাবে কেটে যায়।চোখের পাতায় আঘাত লাগে।অল্পের জন্য বেঁচে গেছি।বিশ্বকর্মা পুজোর সময় অনেকেই ঘুড়ি ওড়ান।আনন্দ করার জন্য।কিন্তু সেটাই অপরের নিরানন্দের কারণ হয়ে যায়।চিনা সুতো বর্জন করতে হবে।বিক্রি ও কেনা থেকে বিতর থাকতে হবে।না হলে এই দূর্ঘটনা যে কারও সঙ্গে হতে পারে। এর আগে মা ফ্লাইওভারে দূর্ঘটনায় মৃত্যু পর্যন্ত হয়েছে। চিনা সুতোর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেওয়ার কথা বলেছে।মানুষের হুঁশ ফেরেনি!
রাহী হালদার





