TRENDING:

Hooghly News: কোন্নগরের বাসিন্দাদের জন্য সুখবর, এবার মান্ধাতা আমলের যুগ শেষে মিলবে আধুনিক পরিষেবা

Last Updated:

প্রায় ৫০০ বছরের বেশি প্রাচীন জনপদ হুগলি কোন্নগর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: প্রায় ৫০০ বছরের বেশি প্রাচীন জনপদ হুগলি কোন্নগর। শহর কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার রাস্তা। মূলত মফস্বল এলাকা হিসাবে পরিচিত গঙ্গা তীরবর্তী এই শহর। শহরের আধুনিকতার ছোঁয়া লেগেছে সব স্তরে। তবে একমাত্র আধুনিক নয় শহরের মানুষের শেষ কৃত্যের জায়গা, অর্থাৎ শ্মশান। এতদিন শহরের মানুষজনদের শেষকৃত্যের জন্য ভরসা ছিল হয় কাঠে শব দেহ করা। তবে এবার বদলাতে চলেছে সেই দিন।
advertisement

প্রায় দেড় কোটি টাকা খরচে কোন্নগরে তৈরি হচ্ছে বৈদ্যুতিক চুল্লি। কোন্নগর বাটাঘাট সংলগ্ন যে পুরাতন কাঠের চুল্লির শ্মশান ছিল সেখানেই তৈরি হবে এবার বৈদ্যুতিক চুল্লি। রাজ্য সরকারের তরফ থেকে এই কাজের জন্য বরাদ্দ টাকাও এসে পৌঁছেছে ইতিমধ্যে পৌরসভার কাছে। খুব শীঘ্রই এই কাজ শুরু হবে শহরবাসীর জন্য। যাতে শেষকৃত্যের জন্য মানুষজনদের অন্য এলাকায় না যেতে হয়।

advertisement

আরও পড়ুন: জ্বালানিতে এক পয়সাও খরচ নেই, বিন্দাস এই বোট কিনতেই যা একবার খরচ, তারপর শুধুই মালামাল হন

এতদিন পর্যন্ত কোন্নগর পৌরসভা এবং কানাইপুর ও নবগ্রাম পঞ্চায়েত সঙ্গে ডানকুনি পুরসভার বেশ কিছু মানুষদের জন্য একটি মাত্র শ্মশানঘাট ছিল কোন্নগরের। কিন্তু সেখানে এতদিন চলত কাঠের আগুনে শেষকৃত্যের কাজ। যার ফলে একদিকে যেমন পরিবেশ দূষণ ঘটত, তেমনি দাহ করতে আসা মানুষজনদের কাছে কাঠে পোড়ানো ছিল খুবই দুষ্কর কাজ। সে ক্ষেত্রে মানুষজনদের ভরসা করতে হতো উত্তরপাড়া পুরসভার উপরে কিংবা পার্শ্ববর্তী জেলা হাওড়া বালির উপরে। এবার থেকে কম করে তিন লক্ষ মানুষের ভরসার জায়গা হবে কোন্নগর পুরসভার বৈদ্যুতিক চুল্লি। ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে টেন্ডার জারি করা হয়েছে এই কাজের জন্য। আগামী মাসের মধ্যেই শুরু হবে বৈদ্যুতিক চুল্লি তৈরি হওয়ার কাজ।

advertisement

View More

আরও পড়ুন: ও মা গো ওটা কি! সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠল আরামবাগ, বাড়ির সামনে থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে কুকুর বিড়াল!

এ বিষয়ে কোন্নগর পুরসভার পুরো প্রধান স্বপন দাস তিনি জানান, “কোন্নগরের বৈদ্যুতিক চুল্লি হওয়ার কথা অনেকদিন ধরেই চলছিল। কিন্তু কোন না কোন কারণে তাতে বারবার ব্যাঘাত আসছিল। অবশেষে খোদ মুখ্যমন্ত্রী নিজেই কোন্নগরের মানুষদের জন্য ১কোটি ৬৪ লক্ষ টাকা অনুদান বরাদ্দ করে দিয়েছেন যাতে মানুষের শেষ কৃত্যের সময় কোনো রকম সমস্যা না হয়। এতে একসঙ্গে একটি পুরসভা ও তিনটি পঞ্চায়েতের মানুষজন উপকৃত হবেন।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফিল্মি কায়দায় অস্ত্র ঠেকিয়ে নাবালিকাকে তুলে নিয়ে গেল যুবক! পরের ঘটনা জানুন
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: কোন্নগরের বাসিন্দাদের জন্য সুখবর, এবার মান্ধাতা আমলের যুগ শেষে মিলবে আধুনিক পরিষেবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল