Hooghly News:ও মা গো ওটা কি! সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠল আরামবাগ, বাড়ির সামনে থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে কুকুর বিড়াল!
- Published by:Debolina Adhikari
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
বাডির সামনে থেকেই টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে কুকুর বিড়ালদের৷ শিউরে উঠেছে গ্রামবাসীরা ওটা কী!
হুগলি: রাত হলেই উধাও এলাকার একাধিক ছাগল, কুকুর। মন্দির কিংবা বাড়ির উঠান বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে তাজা রক্ত! কোনও ভৌতিক ব্যাপার? না ভূত নয়! তবে সিসিটিভি ফুটেজ দেখে চক্ষু চড়ক গাছ স্থানীয় বাসিন্দাদের। বিশালাকার জন্তুর আতঙ্কে শোরগোল আরামবাগের তিরোলে। প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অজানা কোনও জন্তু।
অনেকে আবার ওই জন্তুকে বাঘ বলেও আশঙ্কা করছেন। তিরোল গ্রামের একটি সোনার দোকানের সিসিটিভি ফুটেজে স্পষ্ট হয়েছে ভয়ঙ্কর জন্তুর ছবি। লোকালয়ে অজানা জন্তুর অস্তিত্বে রাতের ঘুম উড়েছে তিরোলবাসীর।
তবে ওই জন্তু আসলে কী? তা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে তিরোলে। এটি বাঘ না কি অন্য কোনও প্রাণী, তা জানতে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বন দফতরে। তবে আরামবাগের মতো জায়গায় বাঘ থাকার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন বন দফতর।
advertisement
advertisement
তবে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, চার পায়ের এক জন্তুকে দেখা যাচ্ছে তা নিয়ে ক্রমেই আতঙ্ক রহস্য ঘনীভূত হয়েছে এলাকার মানুষের মধ্যে। এখন রাত হলেই বাড়ির বাইরে বেরোনোর সাহস দেখাতে পারছেন না এলাকার মানুষজন।
আরামবাগ বন দফতরে খবর দেওয়া হলে তারা প্রাণীটিকে ধরার জন্য পরিকল্পনা শুরু করেছে। প্রাণীটি যাতে সুরক্ষিত থাকে, এলাকাবাসীরা যেন প্রাণীটির কোনও ক্ষতি না করতে পারে সেদিকেও নজর রাখছেন বনকর্মীরা।
advertisement
ইতিমধ্যেই ওই জন্তু ধরতে খাঁচা পাতা হয়েছে গ্রামের মধ্যে। এই বিষয়ে আরামবাগ বনবিভাগের রেঞ্জার আশরাফুল ইসলাম বলেন, পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে খবর আসে কোনও ভয়ংকর জন্তু ঘুরছে এলাকায়।
সেই মতো প্রস্তুতি নিয়ে জন্তুটিকে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছে। তবে আসলে জন্তুটি এখনও চিহ্নিত করা যায়নি। আমরা পরিস্থিতির উপর নজর রেখেছি।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2024 4:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News:ও মা গো ওটা কি! সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠল আরামবাগ, বাড়ির সামনে থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে কুকুর বিড়াল!
