জানা গিয়েছে, বুধবার ওই প্রতিবন্ধী যুবতী প্রতিদিনের মতো বাড়ির পাশের এলাকায় ঘুরতে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময় প্রতিবেশী প্রৌঢ় তাকে প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান। বাড়িতে এনে তাকে ধর্ষণ করেন প্রৌঢ়।
advertisement
এদিকে বহুক্ষণ কেটে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে ওঠে। শুরু হয় খোঁজাখুঁজি। তারপর সন্দেহবশত ওই প্রতিবেশীর বাড়ির পাশে গেলে মেয়ের গলার আওয়াজ পান তার মা। পরিবারের অভিযোগ, দরজা খুলে দেখেন, অভিযুক্ত প্রৌঢ় যুবতীর সঙ্গে আপত্তিকর অবস্থায় রয়েছে। স্থানীয়রা হাতেনাতে ধরে অভিযুক্তকে।
আরও পড়ুনঃ কম খরচে বেশি ফলন! পাঞ্জাবের প্রসিদ্ধ আলু বীজ এখন চন্দ্রকোনার বাজারে, চাষিদের পোয়া বারো
খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই প্রৌঢ়কে গ্রেফতার করেছে খানাকুল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। পরিবারের লোকজন থেকে প্রতিবেশীরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
