Raas Utsav: কান্দির শতাব্দী প্রাচীন রাস উৎসবের সূচনা! রাধাবল্লভ মন্দিরে ভক্তদের ঢল, বাড়ি বসেই দর্শন করুন

Last Updated:

Raas Utsav: মন্দিরের সেবাইত প্রশান্ত অধিকারী জানান, আজ থেকে প্রায় দু'শো বছরের প্রাচীন লালাবাবুর আমলে এই কান্দি রাজ পরিবারের রাস উৎসবের সূচনা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গনে প্রথমে ভাগবত পাঠ ও পরে রাসযাত্রার সূচনা করা হয়।

+
কান্দি

কান্দি রাধাবল্লভ মন্দিরে রাস উৎসবের সূচনা

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ শীতের শুরুতে শতাব্দী প্রাচীন রাস উৎসবে মেতে উঠেছেন মুর্শিদাবাদের কান্দিবাসী। বুধবার সন্ধ্যায় কান্দি রাধাবল্লভ মন্দিরে রাস উৎসবের সূচনা করা হল। গতকাল সকাল থেকেই রাধাগোবিন্দ জিউর মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
মন্দিরের সেবাইত প্রশান্ত অধিকারী জানান, আজ থেকে প্রায় দু’শো বছরের প্রাচীন লালাবাবুর আমলে এই কান্দি রাজ পরিবারের রাস উৎসবের সূচনা করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার কান্দি রাধাবল্লভ জিউর মন্দিরের রাসযাত্রার একটা আলাদা গুরুত্ব রয়েছে। চিরাচরিত প্রথা অনুযায়ী এই রাস উৎসব মেতে ওঠেন কান্দিবাসী। কান্দি ছাড়া পাশের বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ এখানে পুজো দিতে ও রাস্তায় উৎসব দেখতে আসেন।
advertisement
আরও পড়ুনঃ রাস উৎসবে পরিবেশ সচেতনতার বার্তা! ‘বাঁশে ফুলে কালী সাজে’ থিমে নজর কাড়ছে দাঁইহাটের ক্লাব, বাড়ি বসেই দেখুন
শীতের শুরুতে এই রাস উৎসবে মেতে ওঠেন সাধারণ মানুষ। বুধবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গনে প্রথমে ভাগবত পাঠ ও পরে রাসযাত্রার সূচনা করা হয়। আগামী ১৫ দিন ধরে চিরাচরিত প্রথা অনুযায়ী এই রাস উৎসব চলবে। উৎসব উপলক্ষে বসেছে বিশাল মেলা। আতশবাজি প্রদর্শনী সহ রাস উৎসব দেখতে ভিড় জমাচ্ছেন বহু সাধারণ মানুষ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বছর ধুমধামের সঙ্গে রাস উৎসবের আয়োজন করা হয়েছে। বিভিন্ন দেবদেবীকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। মুর্শিদাবাদ জেলার প্রাচীন এক রাস উৎসব এটি। অন্যদিকে কান্দি ছাতিনাকান্দি আদিরাপাড়া ব্যানার্জি বাড়িতেও রাসযাত্রার সূচনা হয়েছে। গতকাল সন্ধ্যাতেই বিশেষ পূজাপাঠের মধ্যে দিয়ে এই রাসযাত্রায় মেতে ওঠেন পরিবারের সদস্যরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Raas Utsav: কান্দির শতাব্দী প্রাচীন রাস উৎসবের সূচনা! রাধাবল্লভ মন্দিরে ভক্তদের ঢল, বাড়ি বসেই দর্শন করুন
Next Article
advertisement
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
  • প্রয়াত অনুনয় সুদ

  • প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার

  • বয়স হয়েছিল ৩২

VIEW MORE
advertisement
advertisement