Raas Utsav: কান্দির শতাব্দী প্রাচীন রাস উৎসবের সূচনা! রাধাবল্লভ মন্দিরে ভক্তদের ঢল, বাড়ি বসেই দর্শন করুন
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Raas Utsav: মন্দিরের সেবাইত প্রশান্ত অধিকারী জানান, আজ থেকে প্রায় দু'শো বছরের প্রাচীন লালাবাবুর আমলে এই কান্দি রাজ পরিবারের রাস উৎসবের সূচনা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গনে প্রথমে ভাগবত পাঠ ও পরে রাসযাত্রার সূচনা করা হয়।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ শীতের শুরুতে শতাব্দী প্রাচীন রাস উৎসবে মেতে উঠেছেন মুর্শিদাবাদের কান্দিবাসী। বুধবার সন্ধ্যায় কান্দি রাধাবল্লভ মন্দিরে রাস উৎসবের সূচনা করা হল। গতকাল সকাল থেকেই রাধাগোবিন্দ জিউর মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
মন্দিরের সেবাইত প্রশান্ত অধিকারী জানান, আজ থেকে প্রায় দু’শো বছরের প্রাচীন লালাবাবুর আমলে এই কান্দি রাজ পরিবারের রাস উৎসবের সূচনা করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার কান্দি রাধাবল্লভ জিউর মন্দিরের রাসযাত্রার একটা আলাদা গুরুত্ব রয়েছে। চিরাচরিত প্রথা অনুযায়ী এই রাস উৎসব মেতে ওঠেন কান্দিবাসী। কান্দি ছাড়া পাশের বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ এখানে পুজো দিতে ও রাস্তায় উৎসব দেখতে আসেন।
advertisement
আরও পড়ুনঃ রাস উৎসবে পরিবেশ সচেতনতার বার্তা! ‘বাঁশে ফুলে কালী সাজে’ থিমে নজর কাড়ছে দাঁইহাটের ক্লাব, বাড়ি বসেই দেখুন
শীতের শুরুতে এই রাস উৎসবে মেতে ওঠেন সাধারণ মানুষ। বুধবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গনে প্রথমে ভাগবত পাঠ ও পরে রাসযাত্রার সূচনা করা হয়। আগামী ১৫ দিন ধরে চিরাচরিত প্রথা অনুযায়ী এই রাস উৎসব চলবে। উৎসব উপলক্ষে বসেছে বিশাল মেলা। আতশবাজি প্রদর্শনী সহ রাস উৎসব দেখতে ভিড় জমাচ্ছেন বহু সাধারণ মানুষ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বছর ধুমধামের সঙ্গে রাস উৎসবের আয়োজন করা হয়েছে। বিভিন্ন দেবদেবীকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। মুর্শিদাবাদ জেলার প্রাচীন এক রাস উৎসব এটি। অন্যদিকে কান্দি ছাতিনাকান্দি আদিরাপাড়া ব্যানার্জি বাড়িতেও রাসযাত্রার সূচনা হয়েছে। গতকাল সন্ধ্যাতেই বিশেষ পূজাপাঠের মধ্যে দিয়ে এই রাসযাত্রায় মেতে ওঠেন পরিবারের সদস্যরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Nov 06, 2025 11:36 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Raas Utsav: কান্দির শতাব্দী প্রাচীন রাস উৎসবের সূচনা! রাধাবল্লভ মন্দিরে ভক্তদের ঢল, বাড়ি বসেই দর্শন করুন









