TRENDING:

Hooghly News: মাত্র কয়েক সেকেন্ডের টর্নেডোয় বিরাট ক্ষতি! টানা ৫ দিন বন্ধ চুঁচুড়ার শ্মশানঘাট, কোথায় যেতে হচ্ছে এলাকাবাসীকে? জানলে চমকাবেন

Last Updated:

Hooghly News: গত ২১ মে বুধবার রাতে কয়েক সেকেন্ডের টর্নেডোয় ক্ষতি হয় শ্যামবাবুর ঘাটের।গঙ্গার পারের অনেক গাছ, বিদ্যুৎ এর খুঁটি উপরে পরে। ঘরের চাল উড়ে যায়। ব্যহত হয় বিদ্যুৎ পরিষেবা। সেদিন রাত থেকেই শ্মশান ঘাট বন্ধ রয়েছে। তারপর কেটে গেছে পাঁচদিন এখনও চালু হয়নি শ্মশান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: ক্ষনিকের ঝড়ে গাছ ভেঙে পাঁচিল ধসে বিদ্যুৎ এর তার জরিয়ে লন্ডভন্ড হয়েছিল ষন্ডেশ্বরতলা শ্যামবাবুর ঘাট। সেই শ্যামবাবুর শ্মশান ঘাটে এখন শ্মশানের শূন্যতা। তাই মরেও শান্তি নেই, বলছেন চুঁচুড়াবাসী।
advertisement

পাঁচ দিন ধরে বন্ধ চুঁচুড়ার একমাত্র শ্মশানঘাটের বৈদ্যুতিক চুল্লি। মৃতদেহ দাহ করতে পারছেন না হুগলি চুঁচুড়া পুরসভার ত্রিশটি ওয়ার্ডের বাসিন্দারা। পুরসভার পাশাপাশি কোদালিয়া-১ ও কোদালিয়া-২ পঞ্চায়েত, ব্যান্ডেল, দেবানন্দপুর, সুগন্ধা গ্রাম পঞ্চায়েত–সহ আশেপাশের প্রায় দশটি পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। দাহ সৎকারে ত্রিবেনী নয়ত চন্দননগর শ্মশান ঘাটে যেতে হচ্ছে তাদের।

আরও পড়ুন-Red Alert! আর রক্ষে নেই…! ৭০ কিমি বেগে উঠবে ঝড়! তুমুল ভারী বৃষ্টি-,বজ্রঝড়ের তাণ্ডব, ভাসবে কি বাংলা? জানিয়ে দিল IMD

advertisement

গত ২১ মে বুধবার রাতে কয়েক সেকেন্ডের টর্নেডোয় ক্ষতি হয় শ্যামবাবুর ঘাটের।গঙ্গার পারের অনেক গাছ, বিদ্যুৎ এর খুঁটি উপরে পরে। ঘরের চাল উড়ে যায়। ব্যহত হয় বিদ্যুৎ পরিষেবা। সেদিন রাত থেকেই শ্মশান ঘাট বন্ধ রয়েছে। তারপর কেটে গেছে পাঁচদিন এখনও চালু হয়নি শ্মশান। ত্রিবেনী বা চন্দননগরে দাহ করলে মৃতদেহ দাহ করার শংসাপত্র নিতে যেতে হবে সেখানেই। চুঁচুড়া শ্মশান ঘাটে রয়েছে পিস হ্যাভেন।যেখানে ডিপ ফ্রিজারে চারটি দেহ সংরক্ষণ করে রাখা যায়। সেই পরিষেবাও বন্ধ।

advertisement

আরও পড়ুন-জীবনে চাননি ‘বিয়ে’ করতে, কিন্তু ৪ সন্তানের বাবার সঙ্গেই…! ৫০ হাজার গান ঝুলিতে, তিন দশক ধরে ভুগছেন জটিল রোগে, চেনেন এই স্বনামধন্য গায়িকাকে

চুঁচুড়া পুরসভার স্বাস্থ্য দফতরের পুর পারিষদ জয়দেব অধিকারী বলেন, ঝড়ে প্রায় ৩৬টি গাছ ভেঙেছিল। সেগুলো কেটে সরিয়ে ফেলা হয়েছে। ১৮টি বিদ্যুৎ এর খুঁটি ভেঙেছিল। বিদ্যুৎ দফতর কাজ করছে। তবে কেন বৈদ্যুতিক চুল্লির বিদ্যুৎ সংযোগ চালু হয়নি বলতে পারব না। মহকুমা শাসকের সঙ্গে কথা বলে ব্যবস্থা করা হবে। শ্মশানঘাটে জেনারেটর বসানোর ব্যপারে কেএমডিএ বা সুডা সাহায্য করলে হবে। এখনই কিছু ভাবনা নেই।

advertisement

চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, প্রাকৃতিক বিপর্যয় হতেই পারে তার জন্য পরিষেবা বন্ধ থাকবে কেন। এরকম পরিস্থিতি আগে হয়নি। ওখানে গাছ পড়েছে খুটি ভেঙেছে। তারপরও শ্মশানঘাট চালু করার দরকার ছিল।পাঁচ দিন হয়ে গেল কোন দাহ সৎকারের কাজ করা যাচ্ছে না।আমি ঠিক করেছি আগামী অর্থ বর্ষে আমার বিধায়ক তহবিলের এ সত্যের লক্ষ টাকা পাব তা দিয়ে এম বাবুর ঘাটে অত্যাধুনিক জেনারেটর বসাব। যার ফলে বিদ্যুৎ বিপর্যয় হলেও শ্মশান ঘাট বন্ধ থাকবে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: মাত্র কয়েক সেকেন্ডের টর্নেডোয় বিরাট ক্ষতি! টানা ৫ দিন বন্ধ চুঁচুড়ার শ্মশানঘাট, কোথায় যেতে হচ্ছে এলাকাবাসীকে? জানলে চমকাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল