এই বিষয়ে পূর্ণমের স্ত্রী রজনী সাউ বলেন, এবার ফোন করে বললেন মুখমন্ত্রী আমার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। পরিবারে কে কে আছেন সেটাও খোঁজখবর নেন এখন আমি অনেকটাই নিশ্চিন্ত বোধ করছি। তিনি পরিবারের পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেছেন।
advertisement
রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ টানা ১৯ দিন হয়ে গেছে পাকিস্তানি বন্দি।এখনও ঘরের ছেলে ঘরে ফিরে আসেনি। যত দিন যাচ্ছে ততই দুশ্চিন্তার কালো মেঘ দেখছে পাকিস্তানের কাছে বন্দি ভারতীয় জওয়ান পুর্নমের স্ত্রী রজনী সাউ। গত শনিবার পাকিস্তানের এক পাক রেঞ্জার্স ভারতীয় সেনার কব্জায় এসেছে, আর তাতেই কিছুটা আশার আলো দেখেছিল পরিবার কিন্তু আজ ১৯ দিন পার হলেও পুর্নম সাউ এর পরিবার বর্তমান পরিস্থিতিতে দুশ্চিন্তার মধ্যেই দিন কাটাচ্ছেন। যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তাঁরা অনেকটাই আশ্বস্ত হয়েছেন। এমনটাই জানিয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণমের স্ত্রী রজনী সাউ।
তিনি আরও জানান মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন পূর্ণমকে পাকিস্তানের কবজা থেকে ছাড়িয়ে আনার জন্য তিনি কেন্দ্রীয় সরকার এবং বিএসএফের উচ্চপর্যায়ে কথা বলছেন। এখন পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান কবে মুক্ত হয়ে আবার দেশের মাটি এবং পরিবারের কাছে ফিরে আসে তার অপেক্ষাতেই দিন গুনছে তাঁর পরিবার।
রাহী হালদার






