TRENDING:

Hooghly News: '১ সপ্তাহের মধ্যে...' পাকিস্তানের হাতে আটক BSF জওয়ান পূর্ণমের ফেরা নিয়ে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর

Last Updated:

Hooghly News: অবশেষে রবিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে কথা বলেন পূর্ণমের স্ত্রী রজনী সাউয়ের সঙ্গে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: টানা ১৯ দিন পাকিস্তানের সেনাদের হাতে বন্দি ভারতীয় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ! তাঁর স্ত্রী বার বার বিএসএফ আধিকারিকদেরকাছে আবেদন জানিয়েছেন স্বামীকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তবে কিছুতেই কিছু সুরাহা মিলছে না। সম্প্রতি মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদন করেছিলেন যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু একটা উপায় বার করে দেন, অবশেষে রবিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে কথা বলেন পূর্ণমের স্ত্রী রজনী সাউয়ের সঙ্গে। তিনি আশ্বস্ত করেছেন আগামী এক সপ্তাহের মধ্যে কীভাবে ওই বিএসএফ জওয়ানকে বাড়ি ফেরানো যায় সেই চেষ্টা করছেন।
advertisement

এই বিষয়ে পূর্ণমের স্ত্রী রজনী সাউ বলেন, এবার ফোন করে বললেন মুখমন্ত্রী আমার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। পরিবারে কে কে আছেন সেটাও খোঁজখবর নেন এখন আমি অনেকটাই নিশ্চিন্ত বোধ করছি। তিনি পরিবারের পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেছেন।

আরও পড়ুন: ‘কোথায়? কোথায় টিকিট…?’ রোগা চেহারার লোকটার দিকে এগিয়ে গেল কালো কোট পরা TTE, তারপরেই যা ঘটল, চক্ষুচড়কগাছ!

advertisement

রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ টানা ১৯ দিন হয়ে গেছে পাকিস্তানি বন্দি।এখনও ঘরের ছেলে ঘরে ফিরে আসেনি। যত দিন যাচ্ছে ততই দুশ্চিন্তার কালো মেঘ দেখছে পাকিস্তানের কাছে বন্দি ভারতীয় জওয়ান পুর্নমের স্ত্রী রজনী সাউ। গত শনিবার পাকিস্তানের এক পাক রেঞ্জার্স ভারতীয় সেনার কব্জায় এসেছে, আর তাতেই কিছুটা আশার আলো দেখেছিল পরিবার কিন্তু আজ ১৯ দিন পার হলেও পুর্নম সাউ এর পরিবার বর্তমান পরিস্থিতিতে দুশ্চিন্তার মধ্যেই দিন কাটাচ্ছেন। যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তাঁরা অনেকটাই আশ্বস্ত হয়েছেন। এমনটাই জানিয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণমের স্ত্রী রজনী সাউ।

advertisement

View More

আরও পড়ুন: ঝড়-বৃষ্টি তোলপাড় করবে…! তীব্র গরমেও ভারী-অতিভারী বৃষ্টি কাঁপাবে ৭ রাজ্য, ১৬ রাজ্যে ঝড়-জল-বজ্রপাত হুঁশিয়ারি! কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

তিনি আরও জানান মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন পূর্ণমকে পাকিস্তানের কবজা থেকে ছাড়িয়ে আনার জন্য তিনি কেন্দ্রীয় সরকার এবং বিএসএফের উচ্চপর্যায়ে কথা বলছেন। এখন পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান কবে মুক্ত হয়ে আবার দেশের মাটি এবং পরিবারের কাছে ফিরে আসে তার অপেক্ষাতেই দিন গুনছে তাঁর পরিবার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গড়বেতায় রহস্যময় পদচিহ্ন, এলাকাজুড়ে বন্য জন্তুর ভয়
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: '১ সপ্তাহের মধ্যে...' পাকিস্তানের হাতে আটক BSF জওয়ান পূর্ণমের ফেরা নিয়ে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল