TRENDING:

Hooghly News: কল্পতরু উৎসবের আগেই ভিড় লেগেছে কামারপুকুরে, খুশি ব্যবসায়ীরা

Last Updated:

এবারের শীত পরতে না পরতেই ভিড় জমছে রামকৃষ্ণদেবে স্মৃতি বিজড়িত  হুগলির কামারপুকুরে।  ধীরে ধীরে পর্যটকদের ভিড় জমায় ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কামারপুকুর: বছর শেষের ছুটিতে ঘুরতে যান বেশিরভাগ বাঙালি। শীতের সময় পরিবারকে নিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থানে পর্যটকদের ভিড় দেখা যায়। মূলত ইংরাজি বছর শুরুর দিন কল্পতরু উৎসবে মঠ চত্বরে প্রচুর পর্যটক ঘুরতে আসে। ঠিক সেই সময় আশেপাশের ব্যবসায়ীরা বিক্রি-বাটার জন্য আশার আলো দেখেন। তবে এবারের শীত পরতে না পরতেই ভিড় জমছে রামকৃষ্ণদেবে স্মৃতি বিজড়িত হুগলির কামারপুকুরে।ঠাকুরের জন্মস্থানকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে অনেক আগে থেকেই। আর তার পাশেই এলাকার ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের দোকানপাট নিয়ে বসে থাকেন।
advertisement

আরও পড়ুন: বাবার চায়ের দোকান সামলেও জাতীয় যোগা প্রতিযোগিতায় সোনা জয় শ্রীরামপুরের মেয়ের 

সারা বছরই কমবেশি ঠাকুরের জন্মস্থানে পর্যটকেরা এলেও বিশেষ করে নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত মঠ চত্বরে বহু দূর দুরান্ত থেকে মানুষ এখানে আসেন। ঠিক সেই সময়ই ওই সমস্ত দোকানপাটদের বিক্রয় বেশ ভালই হয়। আর সেখান থেকেই তারা রুজি রোজগারের জন্য বসে থাকেন। যেকোনো সাধারণ মানুষ এখানে এলে থাকা-খাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঠাকুরের নামাঙ্কিত জিনিস তারা কিনতে পারবেন। ধীরে ধীরে পর্যটকদের ভিড় জমায় ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে।

advertisement

আরও পড়ুন: সরকারি প্রাথমিক স্কুলে সায়েন্স ল্যাবরেটরি থেকে ডিজিটাল ক্লাসরুম! নজর কাড়ছে সবার

View More

দোকানদার কৃষ্ণেন্দু লাহা জানান, ঠাকুরের এই জন্মস্থানে যেহেতু তীর্থস্থান তাই এই সময় অনেকেই ছুটি পান এবং প্রচুর ভিড় জমায় মঠ চত্বরে। সারা বছরের তুলনায় এই সময়টাই পর্যটকদের সমাধান হয় এবং বিভিন্ন ধরনের দোকানপাটে কমবেশি প্রত্যেকেরই রোজগার বেশ ভালোই হয়।অন্যদিকে চা বিক্রিতা সুব্রত মাল জানিয়েছেন শীতের সময় প্রচুর পর্যটক আসে আর আমার দোকান চা বিক্রয় করে শেষ করতে পারি না।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

ধীরে ধীরে পর্যটকরা ভিড় জমাচ্ছে তাতে করে প্রত্যেক ব্যবসায়ীদের রোজগার হবে বলে তিনি মনে করছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: কল্পতরু উৎসবের আগেই ভিড় লেগেছে কামারপুকুরে, খুশি ব্যবসায়ীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল