আরও পড়ুন: বাবার চায়ের দোকান সামলেও জাতীয় যোগা প্রতিযোগিতায় সোনা জয় শ্রীরামপুরের মেয়ের
সারা বছরই কমবেশি ঠাকুরের জন্মস্থানে পর্যটকেরা এলেও বিশেষ করে নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত মঠ চত্বরে বহু দূর দুরান্ত থেকে মানুষ এখানে আসেন। ঠিক সেই সময়ই ওই সমস্ত দোকানপাটদের বিক্রয় বেশ ভালই হয়। আর সেখান থেকেই তারা রুজি রোজগারের জন্য বসে থাকেন। যেকোনো সাধারণ মানুষ এখানে এলে থাকা-খাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঠাকুরের নামাঙ্কিত জিনিস তারা কিনতে পারবেন। ধীরে ধীরে পর্যটকদের ভিড় জমায় ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে।
advertisement
আরও পড়ুন: সরকারি প্রাথমিক স্কুলে সায়েন্স ল্যাবরেটরি থেকে ডিজিটাল ক্লাসরুম! নজর কাড়ছে সবার
দোকানদার কৃষ্ণেন্দু লাহা জানান, ঠাকুরের এই জন্মস্থানে যেহেতু তীর্থস্থান তাই এই সময় অনেকেই ছুটি পান এবং প্রচুর ভিড় জমায় মঠ চত্বরে। সারা বছরের তুলনায় এই সময়টাই পর্যটকদের সমাধান হয় এবং বিভিন্ন ধরনের দোকানপাটে কমবেশি প্রত্যেকেরই রোজগার বেশ ভালোই হয়।অন্যদিকে চা বিক্রিতা সুব্রত মাল জানিয়েছেন শীতের সময় প্রচুর পর্যটক আসে আর আমার দোকান চা বিক্রয় করে শেষ করতে পারি না।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ধীরে ধীরে পর্যটকরা ভিড় জমাচ্ছে তাতে করে প্রত্যেক ব্যবসায়ীদের রোজগার হবে বলে তিনি মনে করছেন।
Suvojit Ghosh