২ নং জাতীয় সড়কের গুরাপ থানার অন্তর্গত বসিরপুরের কাছে পুলিশের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন গুড়াপ থানার ওসি। ভয়াবহ দুর্ঘটনায় এলাকাতেও আতঙ্ক ছড়িয়েছে।
আরও পড়ুন- ছেলের মৃত্যুর দিনই ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন, দিদি রেণুকার থেকে ফোঁটা নেন অধীর
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিপুজোর জন্য ২ নং জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণ করার কাজে ব্যস্ত ছিলেন গুরাপ থানার ওসি ও সাব ইন্সপেক্টর। সেই সময় হঠাৎ করেই একটি ট্রাক দ্রুতগতিতে এসে পুলিশের গাড়িতে ধাক্কা মারে। বর্ধমান অভিমুখে দাড়িয়ে থাকা ওসি পুষ্পেন স্যানালের গাড়ির পিছনে ধাক্কা মেরে নয়ানজুলিতে নেমে যায় ঘাতক ট্রাক।
advertisement
প্রচণ্ড গতিতে থাকা ট্রাকের ধাক্কায় পুলিশের গাড়ি দুমড়ে মুচড়ে যায়।গাড়িতেই একইসঙ্গে আটকে পড়েন ওসি পুষ্পেন স্যানাল ও এসআই সমীর মুখার্জী। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাঁদের উদ্ধার করে।
আরও পড়ুন- তুমি যে ঘরে কে তা জানত! বিরল প্রজাতির বাঘরোল দেখে তুমুল উত্তেজনা
প্রথমে বর্ধমানের ২ নং জাতীয় সড়কের পাশে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। সেখানেই পৌছন পূর্ব বর্ধমানের এসপি কামনাশীষ সেন ও হুগলির এসপি গ্রামীণ আমনদীপ সিং।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে ওসি পুষ্পেন স্যানালকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয়। গ্রিন করিডোর করে আহত ওসিকে নিয়ে যাওয়া হয়েছে হাওড়ার একটি বেসরকারী হাসপাতালে। এসআই সমীর মুখার্জীর অবস্থা আপাতত স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এই ঘটনার আকস্মিকতায় পুলিশকর্মীরাও বিস্মিত। হঠাত্ করেই এমন দুর্ঘটনায় এলাকার মানুষজনের মধ্যেও আতঙ্ক রয়েছে।