পৌরসভার ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের বহুতল ভবন, অফিস, সরকারি আবাসন, কলেজের ছাদ ও পার্শ্ববর্তী ঝোপঝাড় এলাকা ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। এই সমীক্ষায় বিশেষভাবে খতিয়ে দেখা হয়, কোথাও স্ক্র্যাপ মেটেরিয়াল বা বর্জ্য পদার্থ জমে আছে কিনা, যা ডেঙ্গির লার্ভা জন্মানোর সম্ভাব্য উৎস হিসেবে পরিচিত। বিগত দিনে এই তিনটি ওয়ার্ডে ডেঙ্গির প্রভাব থাকার কারণে এই উদ্যোগ নেয় স্বাস্থ্য দফতর।
advertisement
আরও পড়ুনঃ ৫ টাকা দাম, নিমেষে শেষ হয়ে যায় সব! চেখে দেখুন ‘খুদরুনের নয়নের মণ্ডা’, একবার খেলে স্বাদ ভুলবেন না!
এদিন ড্রোন সার্ভে চলাকালীন উপস্থিত ছিলেন হুগলি-চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দফতরের সিআইসি জয়দেব অধিকারী এবং সুডার প্রতিনিধিরা। জয়দেববাবু জানান, পৌরসভা এলাকায় এখনও পর্যন্ত মোট ৬১ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন, যার মধ্যে এই তিনটি ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ জন। তবে সকলেই বর্তমানে সুস্থ আছেন।
ড্রোন পর্যবেক্ষণে দেখা গিয়েছে, কিছু সরকারি অফিস ও আবাসনের ছাদে থাকা জলের ট্যাঙ্কের ঢাকনা খোলা রয়েছে। এই বিষয়ে পৌরসভার পক্ষ থেকে সরকারি চিঠি দিয়ে সংশ্লিষ্ট দফতর ও কর্তৃপক্ষকে সতর্ক করা হবে বলে জয়দেববাবু জানিয়েছেন। চুঁচুড়াবাসীর কাছে তাঁর অনুরোধ, ‘ডেঙ্গি প্রতিরোধে পৌরসভাকে সকলে সহযোগিতা করুন’।