স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ হুগলির গোঘাটের রাঙ্গামাটি এলাকায় বাসস্ট্যান্ডে একটি বাস দাঁড়িয়ে যাত্রী নামানো উঠানোর কাজ করছিল। ঠিক সেই সময় উল্টো দিক থেকে হাজীপুর থেকে কামারপুকুরগামী আরামবাগ ঘাটাল একটি বাস এসে সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বাসে। সঙ্গে সঙ্গে গোটা রাস্তায় ছড়িয়ে পড়ে বাসের কাচের ভাঙা টুকরো। সামনাসামনি ধাক্কা মারার ফলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায় বাঁচার জন্য। এলাকার স্থানীয় মানুষরাই সবার প্রথমে এগিয়ে আসেন আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
advertisement
আরও পড়ুন: জঞ্জালে ভরে যাবে চুঁচুড়া…! আশঙ্কা বাড়ছে শহরে, কারণ জানলে চমকে যাবেন
ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে গোঘাট থানার পুলিশ। বাস দুটির মুখোমুখি সংঘর্ষের কারণে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে রাস্তায় যান চলাচল। যদিও পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে ধাক্কা মারা বাসের চালক ও তার খালাসী দুজনেই পলাতক।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিষয়টি নিয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, রাত সাড়ে আটটা নাগাদ একটি বাস এসে দাঁড়িয়ে যাত্রী তোলার কাজ চালাচ্ছিল। এমন সময় উল্টো দিক থেকে আরেকটি বাস এসে সজোরে ধাক্কা মারে। কিছু বুঝে ওঠার আগেই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যাত্রীরা মনে করছেন তারা খুবই ভাগ্যবান, কারণ সেই সময় বাসের মধ্যে খুব একটা বেশি কেউ ছিলনা। যদি বেশি সংখ্যায় মানুষ থাকত তাহলে দুর্ঘটনার শিকার আরও বেশি সংখ্যক মানুষ হত।
রাহী হালদার