বাস মালিকরা এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন হুগলির আরামবাগে। আর এর জেরে চরম যাত্রী ভোগান্তি এলাকায়। বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন বাসমালিক সংগঠনগুলি। দীর্ঘ দু’মাসের বেশি সময় ধরে আরামবাগে রামকৃষ্ণ সেতু দিয়ে বাস চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও ব্রিজের উপর দিয়ে দীর্ঘ সময় ধরে বাস বন্ধ। এরই প্রতিবাদে এদিন থেকে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর ফলে বিভিন্ন রুটের প্রায় পাঁচ শতাধিক বেসরকারি বাস চলাচল করছে না। বাস না থাকার সুযোগে তিনগুণ ভাড়া হাঁকাচ্ছে টোটো, অটো থেকে প্রাইভেট গাড়িগুলি। এর ফলে গন্তব্যে পৌঁছতে চরম ভোগান্তি সাধারণ মানুষের।
advertisement
আরও পড়ুন: ব্রিজের রেলিং ভেঙে হুড়মুড়িয়ে নদীতে পড়ল বালি বোঝাই ডাম্পার! শোরগোল এলাকায়, উঠছে একাধিক প্রশ্ন
প্রসঙ্গত, গত ৯ আগস্ট রাতে হুগলির আরামবাগের রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একাংশ ভেঙে যায়। তারপর থেকে ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী বাস থেকে মালবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রিজের দু’ধারে লাগানো হয়েছে হাইট বার। পুজোর আগে ব্রিজে স্বাভাবিক যান চলাচলের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও ব্রিজ সংস্কারের কাজ শেষ হয়নি।
আরও পড়ুন: ছাগল নিয়ে কেলেঙ্কারি! তুলকালাম শীতলকুচি, প্রতিবেশীদের ঝামেলায় ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা
বাস মালিকদের দাবি, ব্রিজের উপর দিয়ে বাস চলাচল করতে না দেওয়ায় বাস চালিয়ে লোকসানের মুখে পড়তে হচ্ছে। সেই কারণেই এদিন থেকে বাধ্য হয়ে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর জেরে যাত্রীদের ভোগান্তি চরমে।