আরও পড়ুন: মাছের ভেড়ি করতে ম্যানগ্রোভ কেটে সাফ, সুন্দরবনকেও শেষ করবে ওরা!
নদিয়ার বাসিন্দা হলেও স্বামীর কর্মসূত্রে খড়গপুরে থাকেন এই বধূ। প্রতিদিনই গাছ নিয়ে তাঁর নতুন চিন্তাভাবনার প্রয়োগ চালিয়ে যাচ্ছেন। সেখানে বাড়ির ছাদে শখ করে গাছ লাগিয়েছেন। পাশাপাশি তিনি চায়ের কাপে বিভিন্ন মাইক্রো ভ্যারাইটির পদ্মফুল ফুটিয়ে সফল হয়েছেন। এই পদ্মফুল আপনার কম্পিউটার টেবিল কিংবা ডাইনিং টেবিলে দিব্যি রাখতে পারবেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সম্পূর্ণ শখের বশেই সুপর্ণার গাছ লাগানো শুরু। বাড়ির কাজ সামলে তিনি বাগানের পরিচর্যা শুরু করেন। মাইক্রো ভ্যারাইটির পদ্মের পাশাপাশি জবা ফুলের বীজ থেকে একাধিক প্রজাতির জবা গাছ তৈরি করেছেন। প্রায় ১৯ টি প্রজাতির ১৯ টি রঙের জবা ফুল পেয়েছেন তা থেকে। এই গৃহবধূর এমন কৃতিত্ব ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে সর্বত্র। তিনি এই বিশেষ ধরনের পদ্মফুল বিক্রি করেন না, তবে পরিচিত কেউ চাইলে অনেক সময় তাঁদের উপহার হিসেবে দিয়ে থাকেন।
রঞ্জন চন্দ