মহিষাদলের ভারত সেবাশ্রম পরিচালিত পূর্ণিমার রথযাত্রা অত্যন্ত বিখ্যাত। বহু বছর ধরেই এই পূর্ণিমা রথযাত্রা মানুষের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছে।
বহু বছরের প্রথায় এবার ছেদ পড়ল। এ বছর আর মহিষাদলের ঐতিহ্যবাহী রথ চলছে না। কারণ শুক্রবার সকালেই পরলোকগমণ করেছেন ভারত সেবাশ্রম সংঘের মহিষাদল শাখার প্রাক্তন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গঙ্গেশ্বরানন্দজী মহারাজ। সকাল ৬.৪০ নাগাদ তিনি আশ্রমেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
advertisement
এদিন আশ্রমের তরফে জারি বিবৃতিতে জানানো হয়েছে, মহারাজের মৃত্যুর কারণেই আশ্রমের পূর্ণিমা রথযাত্রা এইবার সম্ভব হচ্ছে না।
প্রসঙ্গতঃ মহিষাদল রাজবাড়ির পরিচালিত বড় রথ যেমন জনপ্রিয় ঠিক তেমনই ভারত সেবাশ্রম পরিচালিত পূর্ণিমারথও বিশেষ সমীহ আদায় করেছে এলাকার মানুষের। এই পূর্ণিমা রথকে কেন্দ্র করে প্রতি বছর লক্ষাধিক মানুষের ভিড় জমে মহিষাদলে। আবাল, বৃদ্ধ, বনিতা রথের দিয়ে থাকেন রশিতে টান ।
প্রতি বছর রথটি আশ্রম চত্বর থেকে যাত্রা শুরু করে গোটা মহিষাদল বাজারে চক্কর দিয়ে আবার আশ্রমে ফিরে আসে। কিন্তু এদিন মহারাজের মৃত্যুর জেরে বহু বছরের প্রথায় পড়ল ছেদ।
আরও পড়ুন : পড়া না পারায় চারবছরের শিশুকে গরম খুন্তির ছেঁকা, অভিযুক্ত গৃহশিক্ষক