পড়া না পারায় চারবছরের শিশুকে গরম খুন্তির ছেঁকা, অভিযুক্ত গৃহশিক্ষক
Last Updated:
পড়া না পারায় চারবছরের শিশুকে গরম খুন্তির ছেঁকা। কাঠগড়ায় গৃহশিক্ষিকা। বেলুড়ের গিরিশ ঘোষ রোডের ঘটনা।
#বেলুড়: পড়া না পারায় চারবছরের শিশুকে গরম খুন্তির ছেঁকা। কাঠগড়ায় গৃহশিক্ষিকা। বেলুড়ের গিরিশ ঘোষ রোডের ঘটনা।
শুক্রবার কেজি টু-র ছাত্র স্কুলে গেলে তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান শিক্ষকরা। ছাত্র জানায়, পড়া না পারায় তাকে গরম খুন্তির ছেঁকা দেন গৃহশিক্ষিকা। শিশুটির অভিযোগ, বাড়িতে বিষয়টি জানালেও গুরুত্ব দেওয়ানি কেউ। কারণ গৃহশিক্ষিকা তাদের কমপ্লেক্সেই থাকেন।
advertisement
advertisement
এরপরই শিশুটিকে নিয়ে বেলুড় থানায় যান শিক্ষকরা। খবর দেওয়া হয় অভিভাবকদের। চাপে পড়ে অবশেষে অভিভাবকদের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।
Location :
First Published :
July 27, 2018 1:52 PM IST