বিদ্যালয়ে ভেষজ উপায়ে বিভিন্ন রঙের ফুল, ফল, সবজি, পাতার সাহায্যে আবির নিজে হাতে শিখল ছাত্র-ছাত্রীরা। এই বসন্তে প্রকৃতির সেই রঙ ছড়িয়ে পড়ল বিদ্যালয়ের সকল শিশু ও শিক্ষক শিক্ষিকাবৃন্দের মনে। নিজেদের হাত তৈরি আবিরে বসন্তের উৎসব পালন। মহা আনন্দের সকলে মিলে উৎসবে শামিল হয়ে সুগন্ধি আবির লাগল অঙ্গে। যে আবির মাখলে বিন্দুমাত্র ক্ষতির ভয় থাকবে না মনে। নিজেদের হাতে তৈরি আবিরে বসন্তের উৎসব আনন্দের রঙ ছড়িয়ে পড়ল স্কুল জুড়ে। নিজেদের হাতে তৈরি আবিরে দোলের উৎসবে মেতে উঠবে শিশুরা।
advertisement
আরও পড়ুন: ৭৫-৮৫-র বৃদ্ধরা পায়ে টেনিস বল নিয়ে দৌড়ালেন মাঠে! ফের’জীবন’ পেল হাওড়ার ফুট টেনিস খেলা
শিশুদের স্বাস্থ্যের দিক গুরুত্ব রেখে এই আবির তৈরি বলেই জানিয়েছেন, বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যাললয়ের প্রধান শিক্ষক। শিশুদের সঙ্গে হাতে হাত মিলিয়ে বিভিন্ন রঙের আবির প্রস্তুত করল বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত সহ অন্যান্য শিক্ষক দ্বৈপায়ন দুয়ারী, সৌভিক ঘোষ, শিক্ষিকা যোগমায়া মন্ডল, কৃষ্ণা পাত্র, চামেলী দে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন, “বিদ্যালয়ে সারা বছর পঠনপাঠনের সঙ্গে বিভিন্ন সামাজিক ও অনুষ্ঠানে উৎসব কেন্দ্র করে নানা কর্মসূচি পালন করা হয়। বসন্তের আগমনে বিদ্যালয়ে বসন্ত উৎসব উৎযাপন ও দোল উৎসবের প্রয়োজনীয় আবির বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রস্তুত করা হল। যে আবির ত্বকের কোনও ক্ষতিকর প্রভাব ফেলবে না।বাজারে থেকে আবির খুব সহজে কিনতে পাওয়া গেলেও সেই আবিরে শরীরে ক্ষতি হবার সম্ভাবনা অনেক বেশি।”
রাকেশ মাইতি