বিশ্বভারতীর পড়ুয়ারা সমবেতভাবে এই বসন্ত উৎসবের আয়োজন করেন। তাদের এই বসন্ত উৎসবের মধ্য দিয়েই তারা প্রতিবাদের সুর তুলেছেন। এদিন এই বসন্ত উৎসব উপলক্ষে তারা উপাসনা গৃহ থেকে একটি শোভাযাত্রা বের করেন। ওরে গৃহবাসী খোল দ্বার খোল গানে সেই শোভাযাত্রা পৌঁছে যায় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবন পর্যন্ত। সেখানে তারা উপাচার্যের বাসভবনের প্রবেশদ্বারে আবির ছিটিয়ে দেয় এবং তারপরেই শুরু হয় নিজেদের মধ্যে আবির খেলা।
advertisement
আরও পড়ুন: শেষ হল একটা যুগ, 'দেব'-হীন হল সিপিএম!
এই বছর বিশ্বভারতী কর্তৃপক্ষ বিশ্বভারতীতে বসন্ত উৎসব আয়োজন না করার কারণ হিসেবে বর্তমান বিশ্বভারতীর অচলাবস্থাকে দায়ী করেছে। পড়ুয়াদের তরফ থেকে জানানো হয়েছে, তারা এই বছর অনেক আশা করেছিলেন বিশ্বভারতীতে অন্যান্য বছরের মতোই বসন্ত উৎসব আয়োজিত হবে। কিন্তু তারা না হওয়ার কারণে তারা এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।
আরও পড়ুন: শিয়ালদহ স্টেশন থেকে মেট্রোয় পা রাখলেই গুণতে হবে ১০ টাকা ভাড়া! কেন জানেন?
শুধু তাই নয় এদিন বিশ্বভারতীর পড়ুয়াদের এই বসন্ত উৎসবের মধ্য দিয়েই উপাচার্য হটাও, বিশ্বভারতী বাঁচাও স্লোগান তুলতে দেখা যায়। কেউ কেউ আবার স্লোগান তোলেন, উপাচার্যকে চিনে নিন, ওএলএক্স-এ বেচে দিন। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই বছর নিয়ে পরপর তিন বছর বিশ্বভারতীতে সর্বসাধারণের জন্য বসন্ত উৎসবের আয়োজন হল না। ২০২০ সালে সমস্ত কিছুর আয়োজন প্রায় শেষের দিকে পৌঁছে গেলেও সেই বছর হঠাৎ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাতিল হয় বসন্ত উৎসব। আর তারপর থেকেই টানা তিন বছর ধরে বন্ধ রইল বিশ্বভারতীর বসন্ত উৎসব।
মাধব দাস