এই জলহস্তীকে নিয়ে মহা বিড়ম্বনায় পড়েছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তার কী রোগ হয়েছে, কোন মনখারাপের জেরে তার এই স্বেচ্ছা ‘জলবন্দি জীবনযাপন’ তা ভেবে কূল পাচ্ছেন না চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা।
জানা গিয়েছে এই জলহস্তীটি পুরুষ জলহস্তী। খাবারও খাচ্ছে না ঠিকমত। বড়দিনের আগে থেকেই এমন অদ্ভুত আচরণ করছে সে। ২০২৪ সালের সেপ্টেম্বরে ওডিশার নন্দন কানন থেকে এই জলহস্তী ও তার সঙ্গীকে আনা হয়েছিল আলিপুর চিড়িয়াখানায়। আলিপুরে আসার কিছুদিনের মধ্যেই স্ত্রী জলহস্তী মারা যায়। সঙ্গিনীকে হারিয়ে একা হয়ে পড়ে সে।
advertisement
এদিকে স্নায়ুজনিত সমস্যায় পা দুর্বল হয়ে গেলে তার জল থেকে ওঠার ক্ষমতা চলে গিয়ে থাকতে পারে। কারণ প্রাপ্তবয়স্ক জলহস্তীর ওজন দু’টনেরও বেশি। স্নায়ুর সমস্যা হলে সেই শরীর জল থেকে নিজের মতো করে টেনে তোলা কঠিন।
এই ঘটনার জেরে বেশ উদ্বিগ্ন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। শারীরিক অসুস্থতা নাকি সঙ্গিনীকে হারানোর শোক, তা বুঝে উঠতে পারছেন না পশু চিকিৎসকরাও। চিড়িয়াখানার জলহস্তীরা সাধারণত সারাদিন জলাশয়ে কাটিয়ে সন্ধে নামার আগে নাইট শেল্টার ফিরে যায়। কিন্তু গত ১২ দিন ধরে এই জলহস্তী ডাঙায় উঠছে না শত চেষ্টাতেও। এখন দেখার কি হয় সেখানে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ খাবারের লোভ দেখাচ্ছে, যে কোনও উপায়ে তাকে ডাঙায় তোলার চেষ্টা করছে।






