TRENDING:

Senior Citizen Football Match: বুড়ো হাড়ে ভেলকি! ৫০ পেরলেও ফুটবল মাঠ দাপিয়ে বেড়ালেন ওরা! দেখে অবাক দর্শকরা

Last Updated:

Senior Citizen Football Match: কারো মাথায় পাকাচুল, কারো শরীরে কুঁচকে যাওয়া চামড়াতা সত্ত্বেও ফুটবল মাঠে নামতেই দ্বিধা নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: ‘বয়স শুধু সংখ্যা, মনেই শৈশব’  সাহেবখালিতে প্রবীণদের ফুটবল খেলায় উৎসবের আমেজ। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সাহেবখালিতে ফুটবল খেলায় মাতলেন পঞ্চাশোর্ধ্ব বৃদ্ধরা। পাড়ার মাঠে ফিরে এল শৈশবের দিনগুলো। বয়স ৪০ পেরিয়ে ৬০ কিংবা তারও বেশি। কারো মাথায় পাকাচুল, কারো শরীরে কুঁচকে যাওয়া চামড়াতা সত্ত্বেও মাঠে নামতেই দ্বিধা নেই। আবারও বলের পেছনে ছোটা, আবারও গোল দেওয়ার আকাঙ্ক্ষা! এক কথায়, ‘বুড়ো বয়সে ফুটবল খেলা’ যেন হয়ে উঠল জীবনের এক নতুন উদ্‌যাপন।
advertisement

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত এই অভিনব ফুটবল ম্যাচে অংশ নেন এলাকার প্রবীণ নাগরিকরা। মাঠে নামার আগেই যেন তাঁরা ফিরে গেছেন শৈশবে। কেউ ছিলেন স্কুলজীবনের বন্ধু, কেউ পুরনো পাড়ার খেলুড়ে। কারো মুখে হাসি, কারো চোখে জল—সব মিলিয়ে এক আবেগঘন পরিবেশ। শৈশব-কৈশোরে যাঁরা খেলেছেন ফুটবল, ডাংগুলি কিংবা টায়ার চালানো, তাঁদের অনেকেই নানা কারণে খেলাধুলো ছেড়ে দিয়েছিলেন। কিন্তু এই ফুটবল ম্যাচ যেন পুরনো স্মৃতি ফিরিয়ে আনার এক মোক্ষম উপলক্ষ হয়ে দাঁড়ায়।

advertisement

আরও পড়ুন: আর চলবে না ট্যাঁ ফো! এবার ভারত-বাংলাদেশ সীমান্তের এই এলাকায় কাঁটাতার বসাচ্ছে বিএসএফ

যদিও শারীরিক দৌড় বা গতি আগের মত নেই, তবুও প্রবীণদের চেষ্টায় ছিল না কোন খামতি। কষ্ট করে হলেও বল ঠেলে এগোনো, সুযোগ পেলে গোলের চেষ্টায় নির্ভয় দৌড়—সবই ছিল মাঠে। এই দৃশ্য দেখতে মাঠের চারপাশে ভিড় করেন ছোট থেকে বড় সকলেই। আবাল-বৃদ্ধ-বনিতা, সকলেই উপভোগ করেন প্রবীণদের খেলায় প্রাণখোলা আনন্দ। একঘেয়েমি কাটিয়ে মানসিকতা বদলে ফেলতে এই উদ্যোগ যে সার্থক, তা আর বলার অপেক্ষা রাখে না।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এক প্রবীণ খেলোয়াড়ের কথায়, “এই খেলাটা শুধু খেলা নয়, আমাদের ছোটবেলার স্মৃতি ফিরিয়ে আনল। মনে হচ্ছে, আবারও আমরা ছেলেবেলায় ফিরে গেছি।”

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Senior Citizen Football Match: বুড়ো হাড়ে ভেলকি! ৫০ পেরলেও ফুটবল মাঠ দাপিয়ে বেড়ালেন ওরা! দেখে অবাক দর্শকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল