উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত এই অভিনব ফুটবল ম্যাচে অংশ নেন এলাকার প্রবীণ নাগরিকরা। মাঠে নামার আগেই যেন তাঁরা ফিরে গেছেন শৈশবে। কেউ ছিলেন স্কুলজীবনের বন্ধু, কেউ পুরনো পাড়ার খেলুড়ে। কারো মুখে হাসি, কারো চোখে জল—সব মিলিয়ে এক আবেগঘন পরিবেশ। শৈশব-কৈশোরে যাঁরা খেলেছেন ফুটবল, ডাংগুলি কিংবা টায়ার চালানো, তাঁদের অনেকেই নানা কারণে খেলাধুলো ছেড়ে দিয়েছিলেন। কিন্তু এই ফুটবল ম্যাচ যেন পুরনো স্মৃতি ফিরিয়ে আনার এক মোক্ষম উপলক্ষ হয়ে দাঁড়ায়।
advertisement
আরও পড়ুন: আর চলবে না ট্যাঁ ফো! এবার ভারত-বাংলাদেশ সীমান্তের এই এলাকায় কাঁটাতার বসাচ্ছে বিএসএফ
যদিও শারীরিক দৌড় বা গতি আগের মত নেই, তবুও প্রবীণদের চেষ্টায় ছিল না কোন খামতি। কষ্ট করে হলেও বল ঠেলে এগোনো, সুযোগ পেলে গোলের চেষ্টায় নির্ভয় দৌড়—সবই ছিল মাঠে। এই দৃশ্য দেখতে মাঠের চারপাশে ভিড় করেন ছোট থেকে বড় সকলেই। আবাল-বৃদ্ধ-বনিতা, সকলেই উপভোগ করেন প্রবীণদের খেলায় প্রাণখোলা আনন্দ। একঘেয়েমি কাটিয়ে মানসিকতা বদলে ফেলতে এই উদ্যোগ যে সার্থক, তা আর বলার অপেক্ষা রাখে না।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক প্রবীণ খেলোয়াড়ের কথায়, “এই খেলাটা শুধু খেলা নয়, আমাদের ছোটবেলার স্মৃতি ফিরিয়ে আনল। মনে হচ্ছে, আবারও আমরা ছেলেবেলায় ফিরে গেছি।”
জুলফিকার মোল্যা