TRENDING:

North 24 Parganas News: দুর্যোগ কাটলেও দুর্ভোগ কাটেনি! ভরা কোটাল ও নিম্নচাপের জেরে জলমগ্ন হিঙ্গলগঞ্জ

Last Updated:

অমাবস্যার ভরা কটাল ও নিম্নচাপের প্রভাবে পার্শ্ববর্তী ইছামতি নদীর জল বিপজ্জনকভাবে বেড়ে গিয়ে বাঁধ উপচে লোকালয়ে ঢুকে পড়েছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 জুলফিকার মোল্যা, উত্তর ২৪ পরগণা: অমাবস্যার ভরা কোটাল ও নিম্নচাপের জেরে জলমগ্ন হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকা এখন কার্যত জলের নিচে। অমাবস্যার ভরা কোটাল ও নিম্নচাপের প্রভাবে পার্শ্ববর্তী ইছামতি নদীর জল বিপজ্জনকভাবে বেড়ে গিয়ে বাঁধ উপচে লোকালয়ে ঢুকে পড়েছে। ফলে হিঙ্গলগঞ্জ বিডিও অফিস সংলগ্ন বাজার এলাকা থেকে শুরু করে আশপাশের একাধিক গ্রাম এখন জলমগ্ন। এলাকার প্রবীণ বাসিন্দাদের মতে, এই পরিস্থিতি এক বা দুইদিনের নয়, প্রতি বছর ভরা কোটালের সময় একই সমস্যার মুখোমুখি হতে হয়।
advertisement

আরও পড়ুন: বাবা ক্যানসার রোগী,মা সেলাইকর্মী…ছেলে উচ্চ মাধ্যমিকে ৯৩.৪%! সাফল্যের স্বপ্নে অবিচল সাগর

ইছামতি নদীর ধার ভেঙে জল ঢুকে পড়ে হিঙ্গলগঞ্জ বাজার সহ বিস্তৃত জায়গায়। গত কয়েক দিনের টানা বর্ষণ, নিম্নচাপ ও অমাবস্যার জোয়ার একত্রে এই পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। এই প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বলেন, “প্রতিবছর এই সময় আমাদের বাড়িঘরে জল ঢুকে পড়ে। ছোটো বাচ্চাদের স্কুল যাওয়া বন্ধ হয়ে যায়। দোকানপাট, ব্যবসা সব কিছু থমকে যায়। সরকার শুধু ত্রাণ দেয়, কিন্তু সমস্যার মূল চিহ্নিত করে স্থায়ী কিছু করে না।”

advertisement

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের ড্রোন, আতঙ্কে হিঙ্গলগঞ্জের গ্রামের বাসিন্দারা

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

হিঙ্গলগঞ্জ বাজার, যা এলাকার প্রধান অর্থনৈতিক কেন্দ্র, এখন হাঁটুজলে ডুবে আছে। দোকানদাররা দোকান খুলতে পারছেন না। পচনশীল জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। ফলে শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাবও দেখা দিচ্ছে। পাশাপাশি স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীদের চলাচল প্রায় বন্ধ। জলমগ্ন রাস্তায় হাঁটা চলায় চরম সমস্যা। স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে পানীয় জলের সংকট। একই সঙ্গে এলাকায় নোংরা জল জমে থাকা, পচা আবর্জনা ও পয়ঃপ্রণালী মিশে যাওয়ার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। পানীয় জলের উৎসও বিপন্ন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: দুর্যোগ কাটলেও দুর্ভোগ কাটেনি! ভরা কোটাল ও নিম্নচাপের জেরে জলমগ্ন হিঙ্গলগঞ্জ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল