আরও পড়ুন: বাবা ক্যানসার রোগী,মা সেলাইকর্মী…ছেলে উচ্চ মাধ্যমিকে ৯৩.৪%! সাফল্যের স্বপ্নে অবিচল সাগর
ইছামতি নদীর ধার ভেঙে জল ঢুকে পড়ে হিঙ্গলগঞ্জ বাজার সহ বিস্তৃত জায়গায়। গত কয়েক দিনের টানা বর্ষণ, নিম্নচাপ ও অমাবস্যার জোয়ার একত্রে এই পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। এই প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বলেন, “প্রতিবছর এই সময় আমাদের বাড়িঘরে জল ঢুকে পড়ে। ছোটো বাচ্চাদের স্কুল যাওয়া বন্ধ হয়ে যায়। দোকানপাট, ব্যবসা সব কিছু থমকে যায়। সরকার শুধু ত্রাণ দেয়, কিন্তু সমস্যার মূল চিহ্নিত করে স্থায়ী কিছু করে না।”
advertisement
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের ড্রোন, আতঙ্কে হিঙ্গলগঞ্জের গ্রামের বাসিন্দারা
হিঙ্গলগঞ্জ বাজার, যা এলাকার প্রধান অর্থনৈতিক কেন্দ্র, এখন হাঁটুজলে ডুবে আছে। দোকানদাররা দোকান খুলতে পারছেন না। পচনশীল জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। ফলে শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাবও দেখা দিচ্ছে। পাশাপাশি স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীদের চলাচল প্রায় বন্ধ। জলমগ্ন রাস্তায় হাঁটা চলায় চরম সমস্যা। স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে পানীয় জলের সংকট। একই সঙ্গে এলাকায় নোংরা জল জমে থাকা, পচা আবর্জনা ও পয়ঃপ্রণালী মিশে যাওয়ার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। পানীয় জলের উৎসও বিপন্ন।