জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৭৫ জন দৃষ্টিহীন প্রতিবন্ধী মানুষদের নিয়ে এদিন দত্তপুকুরে মিলিত হন তাঁরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিন রাজ্যে কর্মসূত্রে থাকা সোনালী ঘোষ চন্দ্রের জন্মদিন উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, দৃষ্টিহীন মানুষগুলির মুখে হাসি ফোটানো। তাদের অন্ধকার আচ্ছন্ন জীবনে কিছুটা আনন্দের পাশাপাশি স্বাদের সখ পূরণ করা।
advertisement
আরও পড়ুন: বিরক্তির টানা বৃষ্টি হাসি ফুটিয়েছে ওঁদের মুখে, কারণ জানলে অবাক হবেন!
বৃষ্টিভেজা দিনে যখন বাইরে অঝোর ধারায় চলছে বৃষ্টি, তখন তাঁবুর নিচে চেয়ার-টেবিলে বসে ইলিশের স্বাদ নিতে ব্যস্ত দৃষ্টিহীন ভোজন রসিকরা। ভাজা, পাতুরি, সরষে ইলিশ সহ ইলিশের চচ্চড়ি সঙ্গে একাধিক পদ খেয়ে এদিন চুটিয়ে উপভোগ করলেন তাঁরা। শুধু খাওয়াই নয়, উৎসবে ছিল গানবাজনার ব্যবস্থাও। নিজেদের মধ্যে গল্প, একে অপরের সঙ্গে নানা আলাপ আলোচনায় তৈরি হয়েছিল এক অন্য পরিবেশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ইলিশ উৎসবের মধ্যে দিয়েই উপস্থিত দৃষ্টিহীনদের মুখে যেন দেখা গেল তৃপ্তির ছাপ। তাঁরা জানিয়েছেন, এমন ভাবে কেউ ভাবেননি আমাদের জন্য। আজ সত্যিই খুব ভাল লাগছে। সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠান তারা চালিয়ে যাবেন। সমাজের মূলস্রোতে যাতে দৃষ্টিহীন মানুষজন আরও বেশি করে যুক্ত হতে পারেন, সেই লক্ষ্যেই এমন পদক্ষেপ। আর এর মধ্যে দিয়েই ইলিশ শুধু স্বাদে নয়, হয়ে উঠল মানবিকতারও বাহক।
Rudra Narayan Roy





