টিভির পর্দা থেকে নয়! বন্ধুরা ফোন করে সৃজিতাকে জানায় খুশির খবর। সৃজিতা আশা করেনি যে মেধা তালিকায় উপরের দিকে নাম আসবে তার। দিনে কোনও বাঁধা ধরা রুটিন ছিলনা তার।
আরও পড়ুন: আবহাওয়ার মেগা বদল! রাতেই ফের ধেয়ে আসবে তুমুল কালবৈশাখী? জেলার পর জেলা তছনছ? আলিপুরের আপডেট
নিজের মত করে পড়াশোনা করতে ভালবাসে সৃজিতা সঙ্গে মাঝে মাঝে গান করতে ভালোবাসে শ্রীজিতা।
advertisement
সৃজিতা ঘোষাল জানায়, “ভাবতেই পারিনি যে স্ট্যান্ড করব। জানতাম ভালো রেজাল্ট হবে। বন্ধুরা টেক্সট করে প্রথমে জানায়। আমার এই সাফল্যের কৃতিত্ব বাবা-মা এবং আমার শিক্ষক শিক্ষিকাকে দেব।”
আরও পড়ুন: মাধ্যমিকে তৃতীয়, উচ্চ মাধ্যমিকে নবম! ডাক্তার হতে চান স্টেশনারি দোকানির ছেলে মেধাবী অর্ক
বাঁকুড়ার এই কৃতি ছাত্রীর বাবা পেশায় হাই স্কুলের হেডমাস্টার এবং মা একজন গৃহবধূ। মেয়ের এই দুর্দান্ত সাফল্যে প্রচন্ড গর্বিত তারা। বড় হয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় সৃজিতা। উচ্চ মাধ্যমিকে ধারাবাহিকভাবে দুর্দান্ত ফল করে আসছে বাঁকুড়া। ২০২৫ উচ্চ মাধ্যমিকের ফলাফলের দিন বাঁকুড়ার ধ্বজা নিয়ে বিজয় পতাকা ওড়ালেন সোনামুখী কৃতি ছাত্রী শ্রীজিতা ঘোষাল।
নীলাঞ্জন ব্যানার্জী