রিষড়া বিদ্যাপীঠ স্কুলে মোট ২৮৩ জন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আঞ্জুমান হাই স্কুলের ছাত্র মহঃ নাসিম পরীক্ষা দিতে আসে। তার এডমিট নেই, বিষয়টা নজরে আসে শ্রীরামপুর থানার কর্তব্যরত পুলিশ অফিসারের। ছাত্রের সঙ্গে কথা বলে তাকে শ্রীরামপুর থানার গাড়ি করেই থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে অ্যাডমিট হারানোর নির্দিষ্ট অভিযোগ করে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
মোবাইলে এডমিট কার্ডের ছবি তোলা ছিল ছাত্রের। সেই ছবি প্রিন্ট করে আবারো থানার গাড়ি করেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় শ্রীরামপুর থানার কর্মরত সাব ইন্সপেক্টর জিতেন্দ্রনাথ প্রামানিক।
পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় দেখে পেনও নেই সেই পরীক্ষার্থী। তার হাতে নিজের পকেট থেকে পেন বার করে তুলে দেন শ্রীরামপুর থানার অফিসার জিতেন্দ্রনাথ প্রামানিক।
পরীক্ষা কেন্দ্রে ঢুকতে যাতে কোনরকম অসুবিধা না হয় সেই বিষয়টিও যেমন দেখেন পাশাপাশি আসল এডমিট কার্ডের পরিবর্তে প্রিন্ট আউট করা নকল এডমিট কার্ডে পরীক্ষা দিতে যাতে কোনরকম সমস্যার মুখে পড়তে না হয় ওই পরীক্ষার্থীকে সেই দিক ও নিশ্চিত করেন তিনি। শেষ মুহুর্তে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পুলিশের সাহায্য পরীক্ষা দিতে পেরে খুশি ওই পরীক্ষার্থী।
রাহী হালদার






