আরও পড়ুন: পোড়ামাটির কালো হাঁড়ির শীতল জল যেন প্রাণের আরাম! কোথায় গেলে পাবেন
উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে বাইক চালিয়ে বাড়ি ফিরছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর নাফিল শেখ। পথে ইঞ্জিন ভ্যানের সঙ্গে তার বাইকের সংঘর্ষ হয়। গুরুতর জখম হয় নাফিল। স্থানীয়রা দ্রুত ওই পরীক্ষার্থীকে হাসপাতালে নিয়ে গেলেও তার প্রাণ বাঁচানো যায়নি। মৃত পরীক্ষার্থীর বাড়ি ফরাক্কা থানার ঘোড়াইপারা এলাকায়। সে নিউ ফরাক্কা হাইস্কুলের ছাত্র।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নাফিল শেখের উচ্চমাধ্যমিকের সিট পড়েছিল অর্জুনপুর হাইস্কুলে। অন্যান্য দিনের মত মঙ্গলবারও সে বাইক নিয়ে উচ্চমাধ্যমিকের ইতিহাস পরীক্ষা দিতে এসেছিল। পরীক্ষা শেষে এ দিন দুপুরে বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে অর্জুনপুর এলাকায় হঠাৎ একটি ইঞ্জিন ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মাথায় হেলমেট না থাকায় গুরুতর আঘাত লাগে ওই পরীক্ষার্থীর। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিয়মমাফিক পুলিশ ওই পরীক্ষার্থীর দেহ ময়নাতন্ত্রের জন্য নিয়ে গেছে। এদিকে ঘাতক ইঞ্জিন ভ্যানকে আটক করা হয়েছে। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নিয়ম ভেঙে রাস্তায় ইঞ্জিন ভ্যান ইচ্ছে মত চলছে। তার ফলেই একের পর এক দুর্ঘটনা ঘটছে।
কৌশিক অধিকারী