উচ্চ মাধ্যমিকে নতুন প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষার্থীরা খুশি। এই বছর কালনা মহকুমায় প্রায় ৭ হাজারেরও বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসেছেন। নতুন প্যাটার্ন অনুযায়ী, ৪০ নম্বরের এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হয়েছে পরীক্ষার্থীদের। পরীক্ষার ধরণ অনেকটাই কম্পিটিটিভ পরীক্ষার মতো হওয়ায় ভবিষ্যৎ জীবনে তা ছাত্রছাত্রীদের যথেষ্ট এগিয়ে দেবে বলে মত শিক্ষক মহলের।
advertisement
আরও পড়ুনঃ বেতন বাড়াচ্ছে না কারখানা! ধৈর্যের বাঁধ ভাঙতেই কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা
এদিকে পরীক্ষার প্রথম দিনই দেখা গেল এক ভিন্ন দৃশ্য। নাদনঘাটের অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাবিনা ইয়াসমিন অসুস্থ হয়ে পড়লে তাঁকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পর্ষদের উদ্যোগে বিশেষ ব্যবস্থা করে সেখানেই তিনি পরীক্ষা দেন।
অন্যদিকে কালনা শহরের মহারাজা উচ্চ বিদ্যালয়, অম্বিকা স্কুল এবং কালনা হিন্দু বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার শেষে অনেকে জানিয়েছেন, একটু পরে এলেই আরও ভালো ফল করা যেত। তবে নতুন পদ্ধতি তাঁদের আত্মবিশ্বাসী করে তুলেছে।