TRENDING:

পাল্টে গেল উচ্চ মাধ্যমিকের প্রশ্ন পদ্ধতি! ৪০ নম্বরের শুধু...! পরীক্ষা দিয়ে কী বলছেন পড়ুয়ারা?

Last Updated:

HS Exam: ২০২৫ সালে প্রথমবার নতুন প্রশ্ন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা, পূর্ব বর্ধমান, নবকুমার রায়ঃ আজ উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা। ২০২৫ সালে প্রথমবার নতুন প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে। তাতে খুশি পড়ুয়ারা। ৪০ নম্বরের ১ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষায় তাঁরা যথেষ্ট খুশি। ছাত্রছাত্রীদের বাংলা পরীক্ষা খুবই ভালো হয়েছে বলে খবর।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রতীকী ছবি
উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রতীকী ছবি
advertisement

উচ্চ মাধ্যমিকে নতুন প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষার্থীরা খুশি। এই বছর কালনা মহকুমায় প্রায় ৭ হাজারেরও বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসেছেন। নতুন প্যাটার্ন অনুযায়ী, ৪০ নম্বরের এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হয়েছে পরীক্ষার্থীদের। পরীক্ষার ধরণ অনেকটাই কম্পিটিটিভ পরীক্ষার মতো হওয়ায় ভবিষ্যৎ জীবনে তা ছাত্রছাত্রীদের যথেষ্ট এগিয়ে দেবে বলে মত শিক্ষক মহলের।

advertisement

আরও পড়ুনঃ বেতন বাড়াচ্ছে না কারখানা! ধৈর্যের বাঁধ ভাঙতেই কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

এদিকে পরীক্ষার প্রথম দিনই দেখা গেল এক ভিন্ন দৃশ্য। নাদনঘাটের অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাবিনা ইয়াসমিন অসুস্থ হয়ে পড়লে তাঁকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পর্ষদের উদ্যোগে বিশেষ ব্যবস্থা করে সেখানেই তিনি পরীক্ষা দেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জগদ্ধাত্রীর আরাধনার মেতে উঠবে কান্দির পাল বাড়ি, চলছে ২০০ বছর ধরে! প্রস্তুতি তুঙ্গে
আরও দেখুন

অন্যদিকে কালনা শহরের মহারাজা উচ্চ বিদ্যালয়, অম্বিকা স্কুল এবং কালনা হিন্দু বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার শেষে অনেকে জানিয়েছেন, একটু পরে এলেই আরও ভালো ফল করা যেত। তবে নতুন পদ্ধতি তাঁদের আত্মবিশ্বাসী করে তুলেছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পাল্টে গেল উচ্চ মাধ্যমিকের প্রশ্ন পদ্ধতি! ৪০ নম্বরের শুধু...! পরীক্ষা দিয়ে কী বলছেন পড়ুয়ারা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল