দাঁইহাটের রাস উৎসব ও কাটোয়ার কার্তিক লড়াই খুব প্রাচীন ও ঐতিহ্যবাহী। এই দুই পুজো দেখতে অগণিত দর্শনার্থী ভিড় করেন। তাই তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়তি তৎপরতা নিয়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। জেলার পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, রাস ও কার্তিক লড়াই পর্যাপ্ত পুলিশ কর্মী মোতায়ান রাখা পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: তৃণমূলকে হারাতে জোট বাঁধল সিপিএম-বিজেপি! পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দুর জেলায় নয়া মডেল
advertisement
আরও পড়ুন: অনুব্রতকে বীরভূমের ‘বাঘ’ বলেছিলেন ফিরহাদ, মুখ খুলে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
কাটোয়া শহরে মোট ৯০টি পূজো হয়। এর মধ্যে ৮৩টি পুজো কমিটি শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। ১৭ নভেম্বর কাটোয়ায় কার্তিক পুজো শুরু হবে। ১৮ নভেম্বর শহর জুড়ে শোভাযাত্রা প্রদক্ষিণ করবে। এবারও লেলিন সরণি রোড দিয়ে শোভাযাত্রা ঢুকে পুরসভা মোড় হয়ে টেলিফোন ময়দান, মাধবী তলা রোড, কারবালা তলা রোড, বারোয়ারি তলা, সিদ্ধেশ্বরী তলা রোড হয়ে শাঁখারী পট্টি, নিচু বাজার, লবণগোলা ও থানা রোড দিয়ে শোভাযাত্রা ঘুরবে।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাটোয়ায় কার্তিক লড়াইয়ের শোভাযাত্রা শান্তিপূর্ণ রাখতে আটটি জায়গায় পুলিশ ক্যাম্প করা হচ্ছে। ছ’টি জায়গায় নো এন্ট্রি থাকছে। শোভাযাত্রার রুট সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে। প্রতিটি পুজো কমিটিকে বিকেল চারটে থেকে রাত দশটার মধ্যে শোভাযাত্রা শেষ করতে বলা হয়েছে। এ ছাড়াও শোভাযাত্রা রুটের বিভিন্ন পয়েন্টে দমকলের গাড়ি ও মেডিকেল ক্যাম্প থাকছে।
আগামীকাল 8 নভেম্বর দাঁইহাট শহরে রাস উৎসব অনুষ্ঠিত শুরু হবে। ৯ নভেম্বর রাসের শোভাযাত্রা শহরে ঘুরবে। এ বছরও নেতাজি সংঘ মোড় হয়ে স্টেশন মোড়, হাইস্কুল মোড়, সিনেমা হল মোড় দিয়ে রেনবো ক্লাব মোড়, সমাজবাটি মোড়, গঙ্গাধর মোড়, শীতলাতলা মোড় হয়ে রাজবাড়ি মোড় এবং পুরাতন ব্যাঙ্ক মোড় দিয়ে তিন কিমি রাস্তা জুড়ে রাসের শোভাযাত্রা ঘুরবে। দাঁইহাট শহরেও সাতটি জায়গায় পুলিশ ক্যাম্প থাকছে। পুরো রুটেই থাকছে সিসি ক্যামেরা।