তিনি আরও বলেন,’বাড়ির মালিক কে খুঁজে পাচ্ছে না পুরসভা। সংবাদপত্রে বিজ্ঞপ্তী দিচ্ছে পুরসভা! তাহলে বেআইনি বাড়ি কিভাবে তৈরি হল। বাড়ি তৈরির সময় কামারহাটি পুরসভার অফিসারেরা কী করছিল। পুরসভার অফিসারেরা অফিসে বসে বসে দেখছিল। সমস্ত অফিসারের বিরুদ্ধে তদন্ত করাব। শেষ ৫ বছর কামারহাটি পুরসভার সব অফিসারের বিরুদ্ধে তদন্ত করাব। রাতারাতি এই নির্মাণ হতে পারে না। পুরসভারআর অফিসারেরা ঘুমিয়ে ছিল!’- কামারহাটি বেআইনি নির্মাণে কড়া হুঁশিয়ারি বিচারপতি গৌরাঙ্গ কান্তের।
advertisement
মামলাকারী স্থানীয় বাসিন্দা একজন। তাঁর আইনজীবী সপ্তাংশু বোস জানিয়েছেন, ‘বেআইনি নির্মাণ জানার পরেও ভাঙা হয়নি বাড়ি। আদালত বাড়ি বাঙার নির্দেশ চারসপ্তাহে কার্যকর করতে নির্দেশ দিয়েছে।’গত বছর কামারহাটিতে মারধরের ঘটনায় প্রকাশ্যে আসে জয়ন্ত সিংয়ের নাম। তারপর একে একে সামনে আসতে থাকে তার নানা কীর্তি।
তখনই জানা যায় আড়িয়াদহের মৌসুমী মোড়ের কাছে জমি দখল করে ও পুকুরের একাংশ ভরাট করে প্রাসাদোপম চার তলা বাড়ি বানিয়েছে জয়ন্ত সিং। বেআইনি সেই বাড়ি চার সপ্তাহের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত।