TRENDING:

Bangla News: হাতে আর মাত্র ১ মাস, চার তলা বাড়ি ভেঙে ফেলতে হবে...কামারহাটির মাফিয়ার বেআইনি নির্মাণে কড়া হুঁশিয়ারি হাইকোর্টের

Last Updated:

Bangla News: কামারহাটির মাফিয়া জয়ন্ত সিংয়ের ৪ তলার বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিল হাইকোর্ট। চার সপ্তাহে বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ বিচারপতি গৌরাঙ্গ কান্ত এর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কামারহাটি: কামারহাটির মাফিয়া জয়ন্ত সিংয়ের ৪ তলার বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিল হাইকোর্ট। চার সপ্তাহে বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ বিচারপতি গৌরাঙ্গ কান্ত এর। আড়িয়াদহের ১ প্রতাপরুদ্র লেনের, কলকাতা-৫৭ বাড়ি ভাঙার নির্দেশ। ‘বেআইনি বাড়ি ভেঙে খেলার মাঠ করুন। খেলার মাঠ বানিয়ে পুরসভার অফিসারেরা আদালতে রিপোর্ট দিক।’- পর্যবেক্ষণ বিচারপতি গৌরাঙ্গ কান্তের।
কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট
advertisement

তিনি আরও বলেন,’বাড়ির মালিক কে খুঁজে পাচ্ছে না পুরসভা। সংবাদপত্রে বিজ্ঞপ্তী দিচ্ছে পুরসভা! তাহলে বেআইনি বাড়ি কিভাবে তৈরি হল। বাড়ি তৈরির সময় কামারহাটি পুরসভার অফিসারেরা কী করছিল। পুরসভার অফিসারেরা অফিসে বসে বসে দেখছিল। সমস্ত অফিসারের বিরুদ্ধে তদন্ত করাব। শেষ ৫ বছর কামারহাটি পুরসভার সব অফিসারের বিরুদ্ধে তদন্ত করাব। রাতারাতি এই নির্মাণ হতে পারে না। পুরসভারআর অফিসারেরা ঘুমিয়ে ছিল!’- কামারহাটি বেআইনি নির্মাণে কড়া হুঁশিয়ারি বিচারপতি গৌরাঙ্গ কান্তের।

advertisement

আরও পড়ুন-ফের করোনা মহামারী? কোভিডের নতুন JN.1 ভ্যারিয়েন্ট কতটা বিপজ্জনক, ভ্যাকসিন কি আদৌ কার্যকর হবে? নয়া ঢেউয়ে কাঁপছে বিশ্ব

মামলাকারী স্থানীয় বাসিন্দা একজন। তাঁর আইনজীবী সপ্তাংশু বোস জানিয়েছেন, ‘বেআইনি নির্মাণ জানার পরেও ভাঙা হয়নি বাড়ি। আদালত বাড়ি বাঙার নির্দেশ চারসপ্তাহে কার্যকর করতে নির্দেশ দিয়েছে।’গত বছর কামারহাটিতে মারধরের ঘটনায় প্রকাশ্যে আসে জয়ন্ত সিংয়ের নাম। তারপর একে একে সামনে আসতে থাকে তার নানা কীর্তি।

advertisement

আরও পড়ুন-‘শরীরের উপর ঝাঁপিয়ে…!’ অবস্থা খারাপ মাধুরীর, ভয়ে থর থর করে কাঁপছিলেন ‘খলনায়ক’, শ্যুটিং সেটে কী ঘটেছিল সেদিন? জানলে ঘুম উড়বে

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

তখনই জানা যায় আড়িয়াদহের মৌসুমী মোড়ের কাছে জমি দখল করে ও পুকুরের একাংশ ভরাট করে প্রাসাদোপম চার তলা বাড়ি বানিয়েছে জয়ন্ত সিং। বেআইনি সেই বাড়ি চার সপ্তাহের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: হাতে আর মাত্র ১ মাস, চার তলা বাড়ি ভেঙে ফেলতে হবে...কামারহাটির মাফিয়ার বেআইনি নির্মাণে কড়া হুঁশিয়ারি হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল