আগে রঙ খেলার প্রতি বেশি আগ্রহ থাকলেও এখন সবাই কম-বেশি স্বাস্থ্য সচেতন ৷ তাই আবির খেলায় বেশি মেতে ওঠেন তারা ৷ আর সুগন্ধি আবির কে না পছন্দ করে। আর তাই দোলের আগে শুরু হয়েছে আবিরের চাহিদা। আবির কিনতে ইতি মধ্যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা ভিড় জমিয়েছে আবিরের দোকানগুলিতে। গত কয়েক বছরের তুলনায় আবিরের চাহিদা অনেকটাই বেড়েছে।
advertisement
আরও পড়ুন: গেরুয়া গড়ে এবার বড় জয় তৃণমূলের, শূন্য বিজেপি! শুভেন্দুর ‘এলাকায়’ বিপুল দাপটে জিতল ঘাসফুল
এখন আবিরে আর কোনওরকম ভাবে কেমিক্যাল ব্যবহার করা হয় না। এই আবির ব্যবহার করলে ত্বকের কোনও সমস্যা হয় না। মূলত দোলের আগে তিন মাস এই ব্যবসা চলে। কাঁচামালের দাম বাড়ার কারণে আবিরের দাম গত বছরের তুলনায় কিছুটা বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: বৃহস্পতিবার সকাল থেকেই নামবে বৃষ্টি?দোলে ভাসবে বাংলা?কলকাতায় কেমন আবহাওয়া?আলিপুরের আপডেট
২৫ কেজি আবিরের দাম ৩৩০ টাকা আর কুড়ি কেজি সুগন্ধি আবিরের দাম ৩১০ টাকা। আবিরের চাহিদা রয়েছে বিভিন্ন বাজার গুলিতে। স্থানীয় এক রং ব্যবসায়ী তিনি বলেন, রংয়ের তুলনায় আবিরের চাহিদা অনেকটাই বেড়েছে। রং এর উৎসবে রঙিন আবিরে ঢেকে যাবে আকাশ বাতাস।
সুমন সাহা