TRENDING:

South 24 Parganas News: ভেষজ এই আবিরই ছড়িয়ে দেবে সুগন্ধ! মিলছে সাধ্যের মধ্যেই

Last Updated:

মধুর আমৃতবাণী বেলা গেল সহজেই মরমে উঠিল আজি বসন্ত এসে গেছে।হাতে গোনা আর মাত্র কয়েকদিন তারপরে এই দোল উৎসবে মাতবে গোটা দেশ। বসন্তের ছোঁয়ায় যেমন চারিপাশের গাছে রংবেরঙের ফুল ফোটে তেমনই এই দোল উৎসবে রংবেরঙের আবির খেলায় মাতবে দেশবাসী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: মধুর আমৃতবাণী বেলা গেলসহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে।হাতে গোনা আর মাত্র কয়েকদিন তারপরে এই দোল উৎসবে মাতবে গোটা দেশ। বসন্তের ছোঁয়ায় যেমন চারিপাশের গাছে রংবেরঙের ফুল ফোটে তেমনইএই দোল উৎসবে রংবেরঙের আবির খেলায় মাতবে দেশবাসী। সেই অর্থেই বসন্তের শুরুতে চলছে দোল উৎসবের আবির তৈরির বিভিন্ন বাজারে আবির বিক্রি করতে ব্যস্ত হয়ে পড়েছেন আবীর ব্যবসায়ীরা।
advertisement

আগে রঙ খেলার প্রতি বেশি আগ্রহ থাকলেও এখন সবাই কম-বেশি স্বাস্থ্য সচেতন ৷ তাই আবির খেলায় বেশি মেতে ওঠেন তারা ৷ আর সুগন্ধি আবির কে না পছন্দ করে। আর তাই দোলের আগে শুরু হয়েছে আবিরের চাহিদা। আবির কিনতে ইতি মধ্যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা ভিড় জমিয়েছে আবিরের দোকানগুলিতে। গত কয়েক বছরের তুলনায় আবিরের চাহিদা অনেকটাই বেড়েছে।

advertisement

আরও পড়ুন: গেরুয়া গড়ে এবার বড় জয় তৃণমূলের, শূন্য বিজেপি! শুভেন্দুর ‘এলাকায়’ বিপুল দাপটে জিতল ঘাসফুল

এখন আবিরে আর কোনওরকম ভাবে কেমিক্যাল ব্যবহার করা হয় না। এই আবির ব্যবহার করলে ত্বকের কোনও সমস্যা হয় না। মূলত দোলের আগে তিন মাস এই ব্যবসা চলে। কাঁচামালের দাম বাড়ার কারণে আবিরের দাম গত বছরের তুলনায় কিছুটা বাড়ানো হয়েছে।

advertisement

আরও পড়ুন: বৃহস্পতিবার সকাল থেকেই নামবে বৃষ্টি?দোলে ভাসবে বাংলা?কলকাতায় কেমন আবহাওয়া?আলিপুরের আপডেট

২৫ কেজি আবিরের দাম ৩৩০ টাকা আর কুড়ি কেজি সুগন্ধি আবিরের দাম ৩১০ টাকা। আবিরের চাহিদা রয়েছে বিভিন্ন বাজার গুলিতে। স্থানীয় এক রং ব্যবসায়ী তিনি বলেন, রংয়ের তুলনায় আবিরের চাহিদা অনেকটাই বেড়েছে। রং এর উৎসবে রঙিন আবিরে ঢেকে যাবে আকাশ বাতাস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ভেষজ এই আবিরই ছড়িয়ে দেবে সুগন্ধ! মিলছে সাধ্যের মধ্যেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল