TMC-BJP: গেরুয়া গড়ে এবার বড় জয় তৃণমূলের, শূন্য বিজেপি! শুভেন্দুর 'এলাকায়' বিপুল দাপটে জিতল ঘাসফুল
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
TMC-BJP: তৃণমূল, বিজেপি ও বাম সমর্থিত ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ব্যাপক পুলিশি প্রহরায় বেলা ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট পর্ব চলে। ৮৫৩ জন ভোটারের মধ্যে ভোট পড়ে ৭২২ টি।
পঙ্কজ দাশ রথী, এগরা: এগরার গেরুয়া গড়ে সমবায় সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল। তৃণমূলের কাছে পর্যুদস্ত হল বিজেপি। এগরা ২ ব্লকের বাসুদেবপুর অঞ্চলের শ্যামহরিবাড় চিরুলিয়া সত্য সেবক সমবায় সমিতির পরিচালকমণ্ডলীর নির্বাচনে বুধবার নির্বাচন হয় ৯ টি আসনে।
তৃণমূল, বিজেপি ও বাম সমর্থিত ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ব্যাপক পুলিশি প্রহরায় বেলা ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট পর্ব চলে। ৮৫৩ জন ভোটারের মধ্যে ভোট পড়ে ৭২২ টি। গণনা পর্বে বাতিল হয় ১৬ টি ভোট। ফল ঘোষণা হতে দেখা যায় ৯ – ০ ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল।
advertisement
advertisement
ঝুলি ফাঁকা বাম ও বিজেপির। আগেও সমবায়টি দখলে ছিল তৃণমূলের। তবে গত পঞ্চায়েত নির্বাচন পরবর্তী সময়ে পূর্বতন সমবায় বোর্ডের সম্পাদক সুনীল মহাপাত্র দল বদলে নাম লিখিয়েছিলেন বিজেপিতে। এই নির্বাচনে তাঁকেই সামনে রেখে লড়াইয়ে নেমেছিল বিজেপি। তাতেই এই পরিণতি হয়েছে গেরুয়া শিবিরের।
advertisement
বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও সমবায় সমিতি এলাকার তিনটি বুথই রয়েছে বিজেপির দাপট। লোকসভা নির্বাচনেও এই ৩ টি বুথ থেকে ভোট ব্যবধান বাড়িয়েছিল তারা। তার পরও সমবায় নির্বাচনে একচেটিয়া জয় পেয়ে রীতিমতো উজ্জীবিত ঘাসফুল শিবির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2025 8:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC-BJP: গেরুয়া গড়ে এবার বড় জয় তৃণমূলের, শূন্য বিজেপি! শুভেন্দুর 'এলাকায়' বিপুল দাপটে জিতল ঘাসফুল