ছাত্রীদের অভিযোগ, বিজয় কুমার বিশ্বাস তাঁদের সঙ্গে অশালীন কথা বলেন এবং বাজে ইঙ্গিত করেছেন। এই অভিযোগ ঘিরে একাদশ শ্রেণির পরীক্ষা বন্ধ করে ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে। স্কুলের মধ্যে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। স্কুল থেকে শিক্ষককে উদ্ধার করতে গেলে পুলিশের হাত থেকে শিক্ষককে ছড়িয়ে নেওয়ার চেষ্টা চালায় ছাত্রছাত্রীরা।
advertisement
আরও পড়ুনঃ হাড়োয়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ফের পোস্টার বিতর্ক! দুর্নীতির অভিযোগে বিদ্ধ রবিউল ইসলাম
ধ্বস্তাধস্তির মাঝে ছাত্র-ছাত্রীদের মারে মাথা ফেটে যায় অভিযুক্ত শিক্ষকের। পরবর্তীতে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা শিক্ষকের শাস্তির দাবিতে বাগদা থানার সামনেও বসে অবস্থান বিক্ষোভ শুরু করে। ‘বিচার চাই’ স্লোগান তুলে আন্দোলনে মুখরিত হয়েছে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা।
আরও পড়ুনঃ বেসরকারি হোমে আবাসিক যুবতীকে শারীরিক নিগ্রহ! গ্রেফতার খোদ কর্ণধর-সহ ৪
যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক বিজয় কুমার বিশ্বাস। তিনি দাবি করেছেন, তিনি স্কুলের সহকারী প্রধান শিক্ষক হওয়ায় অনেক শিক্ষকরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই অভিযোগ করিয়েছেন। এদিকে অভিযুক্ত শিক্ষকের শাস্তি না হওয়া পর্যন্ত পড়ুয়ারা পরীক্ষা দেবে না বলে দাবি তুলেছে।