এখানে প্রায় একমাস ধরে অতি বৃষ্টির ফলে জল জমে রয়েছে সর্বত্র। কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান জল। পোকামাকড় থেকে শুরু করে সাপ, ব্যাঙ সবই ঢুকে যাচ্ছে ঘরে। এছাড়াও জমা জলের জন্য একদিকে যেমন ফসলের এবং মাছের ভেড়ির ক্ষতি হচ্ছে তেমনই বহুদিন জল জমে থাকায় জল পচে দূষিত হচ্ছে এলাকা। এক কথায় জনজীবন বিপন্ন।
advertisement
আরও পড়ুনঃ নদী পেরিয়ে বাংলাদেশের সাতক্ষীরা থেকে সোজা ভারতে! ফের ধরা পড়ল ২ বাংলাদেশি
স্থানীয় মানুষ পঞ্চায়েতকে বহুবার জানানোর পর পঞ্চায়েতের তরফে শেষমেশ পাম্প মেশিনের মাধ্যমে জল বের করার চেষ্টা চালানো হচ্ছে। তিনদিন মেশিন চলছে কিন্তু জল আশানুরূপ কমছে না।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অগত্যা হাসনাবাদ ব্লক আধিকারিক এবং পঞ্চায়েত প্রধান-সহ অন্যান্য আধিকারিকরা স্থানীয় মানুষের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যার কথা শুনলেন। পাশাপাশি নতুন প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’এর মাধ্যমে এলাকার জল জমার সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিলেন হাসনাবাদ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অলিম্পিয়া ব্যানার্জি। যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা যায় সেই প্রতিশ্রুতিও দিলেন তিনি।





