TRENDING:

নর্দমা আর বৃষ্টির জল মিশে একাকার, ভাসছে দক্ষিণ শহরতলি

Last Updated:

জমে থাকা জলে সাপ ঘুরে বেড়াচ্ছে বলে দাবি এলাকাবাসীর। ফলে জমা জল থেকে বিপদের আশঙ্কা আরও বেড়েছে। ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, প্রতি বছর জল জমলেও পুরসভার কোনও নজর নেই। ফি বছর এর ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনার, সুমন সাহা: দিনভর বৃষ্টিতে জল থৈ থৈ সর্বত্র। কলকাতা লাগোয়া দক্ষিণ শহরতলির একের পর এক পুর এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। টানা বৃষ্টির কারণে স্থানীয় বাসিন্দারা ব্যাপক দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। বহু জায়গায় জল নিকাশি ব্যবস্থা উন্নত না হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে।
advertisement

ফি বছরেরর মত কয়েক দিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বারুইপুর পুরসভা এলাকা। এখানকার ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের গোলপুকুরের পাশাপাশি ১, ৩, ৪, ৫, ৮, ১০, ১১, ১৩, ১৪, ১৭ এই ওয়ার্ডগুলিও জলমগ্ন। মদারাট স্কুলের সামনে কোমর সমান জল দাঁড়িয়ে। এলাকার বাসিন্দাদের বাড়িতে পর্যন্ত জল ঢুকে পড়েছে। নর্দমার জল ও বৃষ্টির জল মিলেমিশে একাকার।

advertisement

আরও পড়ুন: ৮ ইঞ্চির মিনি দুর্গা বানিয়ে তাক লাগালেন বাঙালি শিল্পী! বিদেশেও চাহিদা দেবাশিসের শিল্পের, দাম কত জানেন?

এমন অবস্থায় জমে থাকা জলে সাপ ঘুরে বেড়াচ্ছে বলে দাবি এলাকাবাসীর। ফলে জমা জল থেকে বিপদের আশঙ্কা আরও বেড়েছে। ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, প্রতি বছর জল জমলেও পুরসভার কোনও নজর নেই। ফি বছর এর ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। এদিকে রেল লাইনেও জল জমেছে। বারুইপুর স্টেশনে রেল ট্র্যাকে জল জমে থাকায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। দুর্ভোগে পড়ছেন নিত্য যাত্রীরা।

advertisement

এলাকাবাসীদের অভিযোগ, একবার বৃষ্টি হলেই দু’দিন জল জমে থাকে। বেহাল নিকাশির জন্য এই অসুবিধায় পড়তে হয়। কাউন্সিলাররা দেখে আশ্বাস দিয়ে চলে যান, কিন্তু কাজের কাজ কিছু হয় না। যদিও বারুইপুর পুরসভার তরফে জানানো হয়েছে, জমা জল দ্রুত বের করে দেওয়ার জন্য দু’টি পাম্প চলছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এদিকে, রাজপুর-সোনারপুর পুরসভার সুভাষগ্রাম সহ বেশিরভাগ ওয়ার্ডেই জল জমে রয়েছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি বোড়ালে। সেখানে জল নামতে অন্তত দু’দিন লাগবে বলে পুরসভা জানিয়েছে। রাজপুর-সোনারপুর ও গড়িয়ার বিস্তীর্ণ এলাকায় আর বৃষ্টি না হলে শুক্রবার জল নেমে যাবে বলে জানিয়েছেন পুরপ্রধান।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নর্দমা আর বৃষ্টির জল মিশে একাকার, ভাসছে দক্ষিণ শহরতলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল