TRENDING:

যত বৃষ্টি, যত বন্যা তত মজা...! চরম ব্যস্ত ইনারা, দিনরাত এক করে চলছে কাজ, পকেটে ঢুকছে মোটা টাকাও

Last Updated:

পাশপাশি বন্যা যদি হয় তাহলে বিপদ ও জলমগ্ন জায়গা থেকে সরিয়ে নেওয়ার জন্য জোর কদমে চলছে নৌকা সারানোর প্রস্তুুতি। শেষ পর্যায়ে রানাঘাট চূর্ণী নদীর ধারে চলছে কাজ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: বন্যার আশঙ্কায় নৌকা সারানোর তোড়জোড়। বর্তমানে বর্ষার মরশুম। তাই গঙ্গা ও নদীতে যেমন যাওয়ার জোর কদমে চলছে প্রস্তুতি। গঙ্গা বা সাগরে মাছ ধরতে গেলে নৌকার গুরুত্ব অপরিসীম। তাই মৎস্যজীবীরা নৌকা মেরামতি, রঙ করা, নৌকার ইঞ্জিন ঠিক করার কাজ চলছে। পাশপাশি বন্যা যদি হয় তাহলে বিপদ ও জলমগ্ন জায়গা থেকে সরিয়ে নেওয়ার জন্য জোর কদমে চলছে নৌকা সারানোর প্রস্তুুতি। শেষ পর্যায়ে রানাঘাট চূর্ণী নদীর ধারে চলছে কাজ।
advertisement

গঙ্গা ও সাগরে মাছ ধরতে বের হয়েছেন অনেক নদিয়ার মৎস্যজীবীরা। সঙ্গে নৌকা ঠিক করে রাখার প্রস্তুতি চলছে অনেকে। এক নৌকা সারানোর মিস্ত্রি বলেন, “আমদের কয়েক মাসের জন্য কাজের চাপ থাকে প্রচণ্ড। বর্ষার আগে থেকে কাজ শুরু হয়। বংশপরম্পরায় এই কাজ করে আসছি।”

আরও পড়ুন: ভিটেমাটি ছেড়ে ত্রাণ শিবিরে নয়…! নেই খাবার, ওষুধ, বনগাঁর জলমগ্ন গৃহবন্দি ৭৩ পরিবারের কঠিন লড়াই

advertisement

View More

তবে শাল কাট দিয়ে নৌকা সরালে খরচ লাগে ভালই। নদিয়ার অনেক মৎস্যজীবী তারা নতুন করে নৌকা তৈরি করে সাগরে নিয়ে যান তার খরচ প্রায় দেড় লক্ষ টাকার মত। কিছু নিজের টাকা, কিছু ঋণ নিয়ে মহাজনদের কাছ থেকে নৌকা ঠিক করেন। প্রতিদিন মাছ ধরা শেষে পাইকারি মাছ বিক্রি করতে হয়। এই ভাবে জলের ওপর বিপদের ঝুঁকি নিয়ে যেমন চলতে হয়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

পাশাপশি বন্যার সময় সাধারণ মানুষের জন্য এগিয়ে আসতে হয় তাদের বিপদ থেকে রক্ষা করতে হয়। এক মৎস্যজীবী বলেন, “বর্ষায় সাগরে পাড়ি দিলেও মন পড়ে থাকে পরিবারের জন্য। নদী ও গঙ্গার ধারে বসবাসকারী বন্যার জল বাড়লে চিন্তা বেড়ে যায়। মাছ ধরতে বছরে ছ’মাস আষাঢ় শ্রাবণ বৃষ্টি বেশি হয়, সেই সময় চিন্তা বেশি থাকে।” নৌকা সারানো, নৌকা দেখভাল ভাল না রাখলে যখন তখন বড় দুর্ঘটনা ঘটার সম্মুখীন হতে হয়। তাই সবার আগে ফুটো নৌকা সারাতে ব্যস্ত মাঝিরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
যত বৃষ্টি, যত বন্যা তত মজা...! চরম ব্যস্ত ইনারা, দিনরাত এক করে চলছে কাজ, পকেটে ঢুকছে মোটা টাকাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল