TRENDING:

Purulia News: তুমুল বৃষ্টি, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি...! টের পাওয়ার আগেই শেষ একই পরিবারের ৩, আহত আরও ৩

Last Updated:

Purulia News: প্রবল বর্ষণ ভয়াবহ রূপ নিচ্ছে পুরুলিয়ায়। মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে তিনজনের। আহত আরও তিনজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: টানা বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে রয়েছে পুরুলিয়া শহরের একাধিক জায়গা। ‌বহু মাটির বাড়ি বিপদজনক অবস্থায় পড়ে রয়েছে। এবার বৃষ্টির জেরে মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হল শবর জনজাতির তিনজনের। ‌ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার তামনা থানার অন্তর্গত ভান্ডার পুয়াড়া চিপিদা গ্রাম পঞ্চায়েতের রমাইগাড়া গ্রামে।‌
মাটির বাড়ির চাপা পড়ে মৃত্যু
মাটির বাড়ির চাপা পড়ে মৃত্যু
advertisement

ওই গ্রামের একটি মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে তিনজনের। আহত আরও তিনজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় চাকোলতোড় ব্লক প্রাথমিক হাসপাতালে। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য পাঠান হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্ণমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।‌

আরও পড়ুন: বাঁকুড়া হয়ে ঝাড়গ্রাম যাওয়ার ইচ্ছে…! মাঝপথেই ভেস্তে যেতে পারে প্ল্যান, ভয়ানক পরিস্থিতি ঝাড়গ্রামে

advertisement

সূত্র মারফত জানা গিয়েছে, প্রবল বর্ষণের ফলে মঙ্গলবার ভোর নাগাদ মাটির বাড়ি চাপা পড়ে যায় মোট ছয় জন। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। বাকি তিন জন আহত অবস্থায় চিকিৎসাধীন। ‌মৃত তিন জনের নাম মিনতী শবর, রিমঝিম শবর ও গৌতম তাঁতি। আহত তিন জনের নাম মানিক শবর, ভালু শবর ও একটি শিশু। পুলিশের পক্ষ থেকে মৃতদেহগুলি পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান হয় ময়নাতদন্তের জন্য।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

প্রতিনিয়ত প্রবল ঝড় বৃষ্টির কারণে পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। কোথাও মাটির বাড়ি ধসে যেতে দেখা যাচ্ছে, আবার কোথাও রাস্তায় ধস নামছে, আবার কোথাও দেখা যাচ্ছে ব্রিজ ভেঙে পড়তে। মাটির বাড়ি ধসে অকালে প্রাণ গেল তিনজনের। ঘটনাকে ঘিরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

advertisement

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: তুমুল বৃষ্টি, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি...! টের পাওয়ার আগেই শেষ একই পরিবারের ৩, আহত আরও ৩
Open in App
হোম
খবর
ফটো
লোকাল