TRENDING:

Flood Situation: তুমুল বৃষ্টি,ফের দুর্যোগের ঘনঘটা বীরভূমে

Last Updated:

Flood Situation: অতিবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয় লাভপুর,সিউড়ি ও রামপুরহাটের বিভিন্ন গ্রাম। ভেসে যায় মাটির ঘর, গবাদি পশু-সহ নিত্য প্রয়োজনীয় জিনিস

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম:  তিনমাসে লাগাতার তিনবার বন্যা পরিস্থিতি। রাতভোর তুমূল বৃষ্টিপাত। বীরভূম জেলাজুড়েই হালকা ও ভারী বৃষ্টির সতর্কতা। ফলে নতুন করে আবারও দুর্গাপুজোর আগে দুর্ভোগের আশঙ্কা। চলতি মাসেই ডিভিসি ২০ হাজার কিউসেক জল ছাড়লে জেলার বিস্তীর্ণ অঞ্চল সহ কোপাই, ময়ূরাক্ষী, কুয়ে নদী ছাপিয়ে যায়।বাঁধ ভেঙে বিপত্তি ঘটে লাভপুর বিস্তীর্ণ এলাকা। অতিবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয় লাভপুর, সিউড়ি ও রামপুরহাটের বিভিন্ন গ্রাম। ভেসে যায় মাটির ঘর, গবাদি পশু-সহ নিত্য প্রয়োজনীয় জিনিস। তলিয়ে যায় বিঘার পর বিঘার জমির ফসল। আর তার ফলেই মাথায় হাত কৃষকদের।
বন্যা পরিস্থিতি 
বন্যা পরিস্থিতি 
advertisement

আরও পড়ুন: টিনের নৌকায় পাট বোঝাই করে ফিরছিলেন দুই ভাই, বন্যা কবলিত এলাকায় নৌকা উল্টে নিখোঁজ

ভারী বৃষ্টি থেকে অতি ভারীবৃষ্টির ফলে আতঙ্কেই নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা। কবে কুয়ে নদীর বাঁধ পোক্ত হবে, উন্নত প্রযুক্তিতে স্থায়ীভাবে বাঁধা হবে নদীর বাঁধ, কবেই বা জল ঢোকা বন্ধ হবে গ্রামের পর গ্রামে সেই প্রশ্নের উত্তর খুঁজছে বিধ্বস্ত হওয়া গ্রামবাসীরা। দুর্ভোগের কারণে লাভপুরের ঠিবা, জামনা, ইন্দাস, কুরুন্নাহার-সহ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের ফের চিন্তায় মাথায় হাত পড়েছে।

advertisement

আচমকা বলরামপুর ও কাঁদরকুলা গ্রামে ধারে থাকা কুঁয়ে নদীর বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকতে থাকে গ্রামে। প্রশাসনের সহযোগিতায় ত্রাণ ত্রিপল খাবার পেয়ে সকলেই আবারও আতঙ্ক কাটিয়ে নতুনভাবে বসবাস শুরু করে। এর মধ্যেই অতিবৃষ্টির দুর্যোগের অশনি সংকেতে আবারও জলমগ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সকলের মধ্যেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যায়,আজ থেকে ৩০ তারিখ পর্যন্ত আবহাওয়ার উন্নতি হলেও পুনরায় দু তারিখ থেকে লক্ষ্মীপূজো পর্যন্ত ভারী মাঝারি বৃষ্টির সম্ভাবনা।টানা বৃষ্টির ফলে অজয় নদের উপর জয়দেবের ফেরিঘাট ভেঙে বিপত্তি হওয়ায় তড়িঘড়ি নির্মাণ প্রশাসনের।

advertisement

View More

ইলামবাজার জয়দেবের ফেরিঘাট ভেঙে গেলে প্রশাসনের তৎপরতায় দ্রুত গতিতে ফের নির্মাণের কাজ শুরু হয়। অন্যদিকে লাভপুরের বলরামপুরের বাঁধ নির্মাণেরও কাজ চলছে। ইতিমধ্যেই জেলার শাল নদীর উপর সেতু, ইলামবাজার থেকে পাড়ুই যাবার রাস্তা শাল নদীর উপর গোলটিয়া সেতু জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সব মিলিয়ে ফের দুর্যোগের ঘনঘটা দেখে আশঙ্কায় সকলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যেন ছোট্ট মীনাক্ষী! বক্তৃতায় সে কী তেজ! রাজনীতির সংজ্ঞা যেন বদলে গেল ইশিকার ভাষায়
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Flood Situation: তুমুল বৃষ্টি,ফের দুর্যোগের ঘনঘটা বীরভূমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল