এইরকমই নদিয়ার শান্তিপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের চৈতন্যপল্লির রেডিমেড বস্ত্র ব্যবসায়ী রমেন বিশ্বাস, মুর্শিদাবাদ বেলডাঙায় বস্ত্র বিপণনের উদ্দেশ্যে সোমবার রাতে রওনা দেয়, এবং তার পরের দিন সকালে অত্যাধিক গরম সহ্য করতে না পেরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সেখানেই। সেখান থেকে বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকগণ ব্রেন স্ট্রোক হয়েছে বলে জানান। এরপর তাঁকে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে আসলে দুপুর একটা নাগাদ তাঁর মৃত্যু হয়।
advertisement
আরও পড়ুন: গা-হাত-পা টিপতেন অনুব্রতর, সেই বিজয় রজকের খবর শুনলে চোখ কপালে উঠবে! সব জেনে গেল ইডি
আরও পড়ুন: ‘আরও গ্রেফতার হবে’, ইডির দাবির পরই গুঞ্জন, ‘এবার কে?’ যা সামনে আসছে, কল্পনাতীত!
রাজ্যের অধিকাংশ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ১ থেকে ২ ডিগ্রি বেড়ে ৩৮ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। দু-একটি জায়গায় যা ৫/৬ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বেশিরভাগ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি বেশি। ৯, ১০ ও ১১ মে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। সাগরে সৃষ্টি হতে চলা ঘূর্ণিঝড় মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আসার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়বে কি পড়বে না সে সম্পর্কে সঠিক পূর্বাভাস নেই। তাই এই সময় সকলকে সচেতন করা এবং নিজে সচেতন থাকাই একমাত্র উপায় বলে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
মৈনাক দেবনাথ