স্থানীয় সূত্রে খবর, পান্ডুয়ার জায়ের দ্বারবাসিনী গ্রাম পঞ্চায়েতের কামতাই গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বছর ৭৫-র সরস্বতী বাউল দাসের। ওই গ্রামেরই আরও কয়েকটি পরিবার ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ সহ স্বাস্থ্য দফতরের একটি মেডিক্যাল টিম ওই গ্রাম পরিদর্শনে করেন। খবর পেয়ে গ্রামে যান পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, কর্মাধ্যক্ষ অসিত চট্টোপাধ্যায় ও সঞ্জীব ঘোষ।
advertisement
আরও পড়ুনঃ শহর থেকে ৮ কিমি দূরে নেশা করতে ছুটছেন সকলে! কী আছে ছোট্ট 'এই' দোকানে? অবাক কাণ্ড
পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ মঞ্জুর আলম জানান, কী থেকে ডায়রিয়া ছড়াল, তা এখনও স্পষ্ট নয়। স্বাস্থ্য দফতরের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আক্রান্তের সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে আরও বেশি করে নমুনা সংগ্রহ করা হবে। তবে পানীয় জল থেকে সংক্রমণ ছড়াচ্ছে নাকি কোনও খাবারের বিষক্রিয়া তা এখনও স্পষ্ট নয়।
পান্ডুয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অসিত চট্টোপাধ্যায় বলেন, কামতাই গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার পরিবারের সঙ্গে দেখা করেন সমিতির সদস্যরা। সেই সঙ্গে অন্যান্য আক্রান্ত পরিবারগুলির সঙ্গেও দেখা করেন। পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতর থেকে সব রকমের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।
রাহী হালদার