তীব্র গরম আর তাপপ্রবাহে অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে নিজ দায়িত্বে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেন পূর্ব বর্ধমানের কৈচর ফাঁড়ির এক পুলিশকর্মী। ফাঁড়ির বড়বাবু শেখ শরিফুল এবং এএসআই বলরাম চট্টোপাধ্যায়ের ভূমিকায় খুশি প্রত্যেকেই। সোমবার দুপুর নাগাদ কৈচর ফাঁড়ির পুলিশকর্মী এএসআই বলরাম চট্টোপাধ্যায় ডিউটি চলাকালীন বর্ধমান-কাটোয়া রোডের ছোট পোষলা গ্রামের কাছে রাস্তায় পড়ে থাকতে দেখেন এক অসুস্থ ভবঘুরে ব্যক্তিকে। তিনি তৎক্ষণাৎ বছর তিরিশের ওই ব্যক্তিকে দেখে বড়বাবু শেখ শরিফুলকে খবর দেন। বড়বাবুর পরামর্শ মত দ্রুত ওই অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান এএসআই বলরাম চট্টোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: বিহু শেষে কড়ি খেলায় মাতে তিনসুকিয়ার আদিবাসীরা, অনেকটা মহাভারতের পাশার মত
নিজেদের দায়িত্বে গাড়িতে বসিয়ে ভাতার হাসপাতালে নিয়ে যান অসুস্থ ব্যক্তিকে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা ওই অসুস্থ ব্যক্তির চিকিৎসা শুরু করেন। জানা গিয়েছে, তীব্র গরম ও তাপপ্রবাহের কারণে অসুস্থ হয়ে পড়ে তিনি। পুলিশের এই মানবিক ভূমিকা খুশি এলাকার সকলে।
বনোয়ারীলাল চৌধুরী