Tribal Game: বিহু শেষে কড়ি খেলায় মাতে তিনসুকিয়ার আদিবাসীরা, অনেকটা মহাভারতের পাশার মত

Last Updated:

Tribal Game: এই ঐতিহ্যবাহী কড়ি খেলা গ্রামের নামঘর ও কিছু গণ্যমান্য ব্যক্তির বাড়িতে অনুষ্ঠিত হয়। মটক সম্প্রদায়ের যুবক ও প্রবীণরা একটি নির্দিষ্ট দিনে নামঘরে বা কোন‌ও গণ্যমান্য ব্যক্তির বাড়িতে সন্ধে হলে খেলার আসর বসায়

নিজস্ব প্রতিবেদন: অসমের শ্রেষ্ঠ উৎসব বিহু শেষ হওয়ার পর সেখানকার আদিবাসীদের একাংশ ‘কড়ি খেলা’ নামে এক অভিনব প্রতিযোগিতায় মেতে ওঠে। এটি তিনসুকিয়ার আদিবাসীদের ধর্মীয় খেলা। এখানকার মটক উপজাতির মানুষরাই মূলত কড়ি খেলায় অংশ নেন।
মটক উপজাতি মূলত অসমের তিনসুকিয়া এবং ডিব্রুগড় জেলায় বসবাস করে। তারা প্রাচীনকাল থেকেই বিহু পরবের শেষে ঐতিহ্যগতভাবে মুদ্রা খেলা বা কড়ি খেলা খেলে আসছে। বোহাগ বিহুর সময় মটক সম্প্রদায়ের যুবকরা হুচোরি গান শেষ হওয়ার ৬-৭ দিন পর এই মুদ্রা খেলার আয়োজন করে থাকে।
advertisement
advertisement
এই ঐতিহ্যবাহী কড়ি খেলা গ্রামের নামঘর ও কিছু গণ্যমান্য ব্যক্তির বাড়িতে অনুষ্ঠিত হয়। মটক সম্প্রদায়ের যুবক ও প্রবীণরা একটি নির্দিষ্ট দিনে নামঘরে বা কোন‌ও গণ্যমান্য ব্যক্তির বাড়িতে সন্ধে হলে কড়ি খেলার আসর বসায়। এই খেলা পরেরদিন সকাল পর্যন্ত চলে।
কড়ি খেলার বেশ কিছু নিয়ম-কানুন আছে‌। এতে একটি বোর্ড এবং পেন্সিল লাগে, যা খেলায় ব্যবহৃত কড়ি বা কয়েনের সংখ্যা গণনা করতে ব্যবহৃত হয়। এই খেলাটা মহাভারতে উল্লেখিত পাশা খেলার মত অনেকটা। কড়ি খেলার অনেক ধরন আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিহুয়া সাবাহ বা গারখিয়া সাবাহ। তবে এই ঐতিহ্যবাহী খেলাটি কেবলমাত্র মটক উপজাতির পুরুষরাই খেলতে পারে। এতে নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tribal Game: বিহু শেষে কড়ি খেলায় মাতে তিনসুকিয়ার আদিবাসীরা, অনেকটা মহাভারতের পাশার মত
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement