Shillong: রাতভর বৃষ্টিতে জলের তলায় শিলং
- Published by:kaustav bhowmick
- local18
Last Updated:
Shillong: অত্যাধিক বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে শিলং-এর জাতীয় সড়ক। বর্ষায় শিলং শহর প্লাবিত হওয়ার ঘটনা নতুন নয়। তবে এবার কিছুটা আগেই সেই পরিস্থিতি তৈরি হওয়ায় একটু বেশিই উদ্বিগ্ন স্থানীয়রা
নিজস্ব প্রতিবেদন: রবিবার রাতভর প্রবল বর্ষণের জেরে আবারও প্লাবিত হল শিলং শহর। বেশ কিছু এলাকায় বাড়ির মধ্যে রাস্তা থেকে নোংরা জল ঢুকে পড়ে বানভাসি অবস্থা তৈরি হয়েছে। এর ফলে গোটা শহর জুড়ে সোমবার ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
অত্যাধিক বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে শিলং-এর জাতীয় সড়ক। বর্ষায় শিলং শহর প্লাবিত হওয়ার ঘটনা নতুন নয়। তবে এবার কিছুটা আগেই সেই পরিস্থিতি তৈরি হওয়ায় একটু বেশি উদ্বিগ্ন স্থানীয়রা। আসলে শহরের প্রধান তিনটি খাল থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা উন্নত না হওয়াতেই এমন বিপর্যয় বারবার ঘটে বলে শহরের মানুষের অভিযোগ। এছাড়াও নর্দমাগুলো ময়লা-আবর্জনায় পরিপূর্ণ থাকায় রাস্তার জল বেরোতে পারে না বলেও জানিয়েছেন স্থানীয়রা।
advertisement
আরও পড়ুন: অনাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পাট চাষ
advertisement
খারাপ নিকাশি ব্যবস্থার কারণেই বৃষ্টি হলেই শিলংয়ে জল জমে বানভাসি পরিস্থিতি তৈরি হয়। মানুষকে নোংরা জলের উপর দিয়ে হেঁটে কাজে যেতে হয়। এদিকে সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্বে শিলং শহরের বেশ কিছু এলাকার বাসিন্দারা ভোট বয়কট করেছিলেন। তাঁদের নির্বাচনে অংশ না নেওয়ার পিছনে মূল কারণ হল এই নিকাশি ব্যবস্থার বেহাল দশা। এরই প্রতিবাদে ভোট বয়কট করেন অনেকেই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2024 11:50 PM IST