Jute Farmer: অনাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পাট চাষ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
Jute Farmer: পাট চাষের জন্য এই সময় ভাল পরিমাণ বৃষ্টির দরকার হয়। কিন্তু এবার বৈশাখ মাসের মাঝামাঝি চলে এলেও কালবৈশাখীর দেখা নেই। তার উপর গত কিছুদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে
দক্ষিণ দিনাজপুর: জেলাজুড়ে গত দু’মাস বৃষ্টির দেখা নেই। প্রবল উদ্যোগে শুকিয়ে যাচ্ছে পাটগাছ। ফলে রাতের ঘুম উড়েছে পাট চাষিদের। এইভাবে চলতে থাকলে এই বছর পাট চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে কৃষকদের।
পাট চাষের জন্য এই সময় ভাল পরিমাণ বৃষ্টির দরকার হয়। কিন্তু এবার বৈশাখ মাসের মাঝামাঝি চলে এলেও কালবৈশাখীর দেখা নেই। তারউপর গত কিছুদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে। পারদ ৩৯-৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করছে। এই পরিস্থিতিতে মাঠে পাটগাছ নুইয়ে পড়ছে। বৃষ্টির অভাবে পাট গাছ মরে যেতে বসেছে। অবিলম্বে বৃষ্টি না হলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে বালুরঘাট সহ জেলার কৃষকদের।
advertisement
advertisement
বিপদ প্রসঙ্গে পাট চাষিরা জানান, এই গরমে মাঠে বোরো ধানের পাশাপাশি পাট চাষ করা হয়েছে৷ প্রায় মাস খানেক আগে পাট রোপন করা হলেও গাছের বৃদ্ধি হচ্ছে না। নুইয়ে পড়ছে গাছ৷ ঝরে যাচ্ছে গাছের পাতা। এমনকি মাটির জলস্তর নেমে যাওয়ায় পাম্পে ঠিক মত জল উঠছে না। তার উপরে আশপাশের খাল-বিলের জল শুকিয়ে যাওয়ায় জলসেচও সম্ভব হচ্ছে না।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2024 8:13 PM IST