ইতিমধ্যেই একাধিক বিভাগ চালু হয়ে গিয়েছে নদিয়ার কল্যাণীর এইমস হাসপাতালে। তবে এখনও পর্যন্ত কার্ডিও বিভাগ চালু করা সম্ভব হয়নি। তবে এবার প্রতীক্ষার দিন শেষ, অবশেষে কার্ডিও বিভাগ চালু হয়ে গেল কল্যাণী এইমসে। কার্ডিও বিভাগ চালু হলে সর্বমোট ৩৯ টি বিভাগ চালু হবে কল্যাণীর এইমসে।
advertisement
আরও পড়ুন: আদালতে বিচারকের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন আইনজীবীরা! আদালতে ভাঙচুর, লাঠিচার্জ পুলিশের
এইমসের তরফ থেকে জানা গিয়েছে, রোগীদের তিনটি সুবিধা এখান থেকে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র থেকে কম দামে ওষুধ কিনতে পারবেন রোগীরা। যাতে করে অনেকটাই পকেটে সাশ্রয় হবে তাদের। এছাড়া বহুদিন ধরেই সাধারণ মানুষের চাহিদা ছিল একটি কার্ডিয়লজি ক্যাথ ল্যাবের মঙ্গলবার থেকে তারও পথ চলা শুরু হয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে। কার্ডিওথোরাসিক সার্জারির জন্য উদ্বোধন করা হতে চলেছে হার্ট এন্ড লাং মেশিনের।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পে এই এইমস তৈরি হয়েছে বেশ কয়েক বছর আগে। এ রাজ্যের তো বটেই প্রতিদিন ভিন রাজ্য থেকে বহু রোগী চিকিৎসা করাতে আসেন কল্যাণীর এইমসে। এবার হার্টের চিকিৎসাও শুরু হওয়ায় সুবিধা হবে বহু রোগীর।